ক্লাসে বসে মন দিয়ে পড়াশোনা করছিল ছাত্র। বেঞ্চের উপর বইখাতা খোলা ছিল তার। কিন্তু মুহূর্তের মধ্যে ঘনিয়ে এল বিপদ। হঠাৎ তার মাথায় ছাদের পলেস্তারা ভেঙে পড়ল। যন্ত্রণায় চিৎকার করে উঠল সেই পড়ুয়া। সঙ্গে সঙ্গে সেখানে ছু়টে গেলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অন্য কর্মীরা। ছাত্রটিকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান তাঁরা।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শনিবার উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার বালাপুর গ্রামের চারগাঁও ব্লকের একটি স্কুলে ঘটেছে। ছাত্রের নাম বিক্রম চৌহান। পঞ্চম শ্রেণির ছাত্র সে। ক্লাস চলাকালীন বেঞ্চে চুপচাপ বসেছিল সে। হঠাৎ ক্লাসরুমের ছাদের পলেস্তারা খসে বিক্রমের মাথায় ভেঙে পড়ে। এই ঘটনায় গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রাথমিক চিকিৎসার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শ মেনে তাকে অন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্কুলের কয়েক জন কর্মীর অভিযোগ, গত জুন মাসে ভারী বৃষ্টির ফলে স্কুলের বারান্দার কিছু অংশ ভেঙে পড়েছিল। তা উপরমহলে জানানোর পরেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।