ছোট্ট হরিণশাবককে জঙ্গলের মধ্যে একা ঘোরাঘুরি করতে দেখে তাকে তাড়া করল একটি হায়না। হরিণের ছানাটি প্রাণ বাঁচাতে দৌড় দিল সেখান থেকে। বাবা-মা কাউকেই দেখতে পাচ্ছিল না সে। দৌড়োনোর সময় একটি গন্ডারের সঙ্গে প্রায় ধাক্কা খাওয়ার জোগাড় হল তার। পাছে গন্ডারটিও তাকে তাড়া করে, সেই ভয়ে দিক পরিবর্তন করে আবার হায়নার দিকেই ছুটে যাচ্ছিল হরিণশাবকটি। ঠিক তখনই হায়নাটি সেখান থেকে লেজ গুটিয়ে তরতর করে পালিয়ে গেল।
আসলে, হায়নার দিকেই তেড়ে যাচ্ছিল ওই গন্ডারটি। গন্ডারকে তেড়ে আসতে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় হায়না। হরিণের ছানাটিও গন্ডারের কাছে ক্ষণিকের জন্য আশ্রয় নেয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘স্মার্টঅ্যানিম্যালজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের মধ্যে হরিণশাবকের পিছনে তাড়া করেছে একটি হায়না। খড়্গ উঁচিয়ে ভয় দেখিয়ে হায়নাকে সেখান থেকে তাড়া করে পাড়াছাড়া করল একটি গন্ডার। হরিণশাবকের প্রাণরক্ষা করল সে। জঙ্গলে গাড়ি নিয়ে সাফারি করতে বেরিয়ে এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকেরা। হরিণশাবকটিকে যখন হায়না তাড়া করেছিল, তখন রুদ্ধশ্বাসে দৌড়োচ্ছিল সে। দৌড়োতে দৌড়োতে একটি গন্ডারের সঙ্গে প্রায় ধাক্কা লাগছিল হরিণশাবকটির।
গন্ডারটির মুখোমুখি পড়ে আরও ভয় পেয়ে গেল সে। এ যে দু’দিকেই সমূহ বিপদ। গন্ডারটিও খড়্গ উঁচিয়ে তাড়া করতে শুরু করল। হরিণের ছানা ভেবেছিল যে, গন্ডারটি বোধ হয় তাকেই তাড়া করছে। ভয় পেয়ে আবার অন্য দিকে দৌড়োতে শুরু করল হরিণশাবকটি। হায়নাটি যে দিক থেকে আসছিল, হরিণের ছানাটিও গন্ডারের হাত থেকে বাঁচতে সে দিকে দৌড়োতে লাগল।
আরও পড়ুন:
শিকারকে নিজে থেকেই কাছে আসতে দেখে হায়না খুশি তো হলই না। বরং সেখান থেকে লেজ গুটিয়ে জঙ্গলের অন্য দিকে পালিয়ে গেল। হায়নার হাবভাব দেখে হরিণশাবক অবাক হয়ে গেল। পিছনে তাকিয়ে সে দেখল, গন্ডারটি আসলে হায়নাটিকে তাড়া করেছিল। তাকে তেড়ে আসতে দেখেই ভয়ে পালিয়ে যায় হায়নাটি। হরিণশাবকটি গন্ডারের কাছাকাছি গিয়েও আবার দু’পা পিছিয়ে পড়ল। পরে নিজেই আবার গন্ডারের গায়ে লেগে রক্ষাকর্তার কাছে আশ্রয় নিল হরিণশাবকটি।