Advertisement
E-Paper

প্রেমে মজে দেশ ছেড়ে ভারতে এসে অঘোরিকে বিয়ে রুশ তরুণীর! সম্পর্ক নিয়েই প্রশ্ন সমাজমাধ্যমে

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, রাশিয়ান যুবতী ভারতীয় অঘোরির প্রেমে এতটাই গভীর ভাবে জড়িয়ে পড়েছিলেন যে তিনি তাঁর দেশ ছেড়ে এ দেশে বসবাস করা শুরু করে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
Video of Russian woman fell so deeply in love with the Aghori and married him sparks debate

ছবি: সংগৃহীত।

এক কুম্ভ, শতেক কাহিনি। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ মহাকুম্ভে পুণ্যস্নানের পাশাপাশি নজর কেড়েছে নানা অদ্ভুত ঘটনা। সম্প্রতি এমন একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে যা নিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। এক অঘোরি সাধু ও এক রাশিয়ান মহিলার প্রেমের গুঞ্জন নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে, রাশিয়ান যুবতী ভারতীয় অঘোরির প্রেমে এতটাই গভীর ভাবে জড়িয়ে পড়েছিলেন যে তিনি তাঁর দেশ ছেড়ে এ দেশে বসবাস করা শুরু করে দিয়েছেন। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এই অস্বাভাবিক প্রেমের গল্প অনলাইনে কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ অঘোরিরা পার্থিব সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে এক গোপনীয় জীবনযাপন করেন বলে মনে করা হয়। ভাইরাল হওয়া ভিডিয়োয় রাশিয়ান যুবতী অঘোরি সাধুকে নিজের স্বামী বলে দাবি করেছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতভ্রমণে এসে অপ্রত্যাশিত ভাবে এক জন অঘোরি সাধুর প্রেমে পড়ে যান তিনি, এমনটাই দাবি ওই রাশিয়ান তরুণীর। এর পরে তিনি জন্মভূমি ছেড়ে ভারতেই থাকার সিদ্ধান্ত নেন। হিন্দু ধর্মকে ভালবেসে নিজের পিঠ জুড়ে গণেশের ট্যাটুও করান ওই তরুণী।

অঘোরি বাবার পরিচয় বা বিয়েটি আসল কি না সে সম্পর্কে ভিডিয়োয় কোনও উল্লেখ করা হয়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে এক যুবক দম্পতির সাক্ষাৎকার নিচ্ছেন। বিয়ে করে সাধনায় কোনও বিঘ্ন ঘটেছে কি না তা ওই সাধুর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও জবাব না দিয়ে কেবল হাসি উপহার দিয়েছেন। অঘোরি সাধু ও এক রাশিয়ান মহিলাকে একটি মোটরবাইকে চড়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ভিডিয়ো দেখে নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই অঘোরি সাধুর আসল পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, অঘোরিদের জগৎ রহস্যময় এবং কঠোর অনুশীলনে ভরা। তাঁরা পার্থিব আসক্তি পরিত্যাগ করে কঠোর আধ্যাত্মিক পথ গ্রহণ করেন। তাঁদের কঠোর অনুশাসনের কারণে অনেকেই এই বিয়ের সত্যতা নিয়ে সন্দিহান।

Mahakumbh 2025 Sadhus Russian Marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy