মা-মেয়ের দেখা হবে বহু দিন পর। সেই আনন্দে সকাল সকাল উঠে পড়ে মেয়ের বাড়ির জন্য রওনা দিয়েছিলেন প্রৌঢ়া। কিন্তু বাইরে তখন হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঝোড়ো হাওয়া। সেই হাওয়ার জোরে আর টাল সামলাতে পারলেন না প্রৌঢ়া। মেয়ের বাড়িতে ঢোকার মুখেই হাওয়ার জোরে ‘উড়ে’ পড়ে গেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এবিসি৭এনআই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় বরফের হালকা একটি আস্তরণ পড়ে রয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। ঠান্ডার মধ্যে শীতের পোশাক গায়ে চাপিয়ে বাইরে বেরিয়েছেন এক প্রৌঢ়া।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই প্রৌঢ়ার নাম ডায়নে মিলার। ২৯ ডিসেম্বর সকালে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। ঝোড়ো হাওয়ার বিপরীত দিকে হাঁটতে কষ্ট হচ্ছিল তাঁর। তবুও কোনও মতে সিঁড়ি ভেঙে মেয়ের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছোলেন ডায়নে। দরজা খুলে ঘরের ভিতর ব্যাগ রাখছিলেন তিনি।
কিন্তু হাওয়ার জোরে ‘উড়ে’ গিয়ে রাস্তায় ছিটকে পড়লেন তিনি। মায়ের বিপদ দেখে ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন তাঁর কন্যা। মাকে ধরে আবার ঘরে নিয়ে গেলেন তিনি। এই ঘটনাটি নিউ ইয়র্কের লাকাওয়ানায় ঘটেছে। পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছেন প্রৌঢ়া। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রৌঢ়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রৌঢ়া বড় রকমের বিপদের হাত থেকে বেঁচেছেন। তিনি খুব জোরেই ছিটকে পড়েছেন। আশা করি, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।’’