জঙ্গল থেকে লোকালয়ের দিকে যেতেই জলের ট্যাঙ্কে পা ফস্কে পড়ে গেল বিশাল হাতি। শত চেষ্টা করেও আর ট্যাঙ্ক থেকে উঠতে পারছিল না সে। নজরে পড়তেই বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন এবং ট্যাঙ্কের এক দিকে ভেঙে হাতিটিকে উদ্ধার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
সুপ্রিয়া সাহু নামে এক আইএএস আধিকারিক তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, একটি হাতি ইট দিয়ে ঘেরা জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়েছে। ট্যাঙ্ক থেকে উপরে ওঠার পথ খুঁজছে সে। কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে হাতিটি। এই ঘটনাটি তামিলনাড়ুর নীলগিরির জঙ্গলের নিকটবর্তী একটি আদিবাসী গ্রামে ঘটেছে।
নজরে পড়তেই বনবিভাগের কর্মীরা সেখানে ছুটে যান। ট্যাঙ্কের একটি দিক ভেঙে ফেলেন তাঁরা। হাতিটিও উপরে ওঠার পথ খুঁজে পেয়ে যায়। সঙ্গে সঙ্গে পা মুড়িয়ে, শুঁড়ের উপর ভর দিয়ে নিজে থেকেই ট্যাঙ্ক থেকে উঠে পড়ে হাতিটি। উদ্ধার করার পর বনবিভাগের কর্মীরা হাতিটিকে জঙ্গলের নিরাপদ জায়গায় ছেড়ে দেন। ভিডিয়োটি দেখে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকের একাংশ। বহু নেটব্যবহারকারীই বনবিভাগের এই পদক্ষেপের প্রশংসা করেছেন।