সকাল সকাল একসঙ্গে দল বেঁধে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছে তিনটি বাঘ। সকালে জঙ্গলে সাফারি করতে যাওয়ায় সেই মুহূর্তের সাক্ষী থেকে গেলেন পর্যটকেরা। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করলেন না প্রত্যক্ষদর্শীদের একাংশ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ছন্দ মিলিয়ে মিলিয়ে তিনটি বিশাল বাঘ একসঙ্গে জঙ্গলে হাঁটছে। ঘটনাটি সম্প্রতি রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে ঘটেছে। সম্প্রতি সকালবেলায় রণথম্ভোরের জঙ্গলে সাফারি করতে বেরিয়ে তিনটি বাঘকে একসঙ্গে দেখেছেন পর্যটকেরা। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ঘোরাফেরা করছে।
আরও পড়ুন:
তিনটি বাঘ একই ছন্দে ধীর ভাবে পা ফেলে এগিয়ে যাচ্ছে। একটি বাঘ সামান্য এগিয়ে, তার চেয়ে দু’-এক পা পিছিয়ে দ্বিতীয় বাঘটি। পিছনের বাঘটিও আবার মাঝখানে থাকা বাঘের চেয়ে দু’-এক পা পিছিয়ে। বাঘগুলিকে দেখে মনে হচ্ছে, তারা যেন কোনও শৃঙ্খলা মেনে হাঁটছে। এই ভিডিয়োটি দেখার পর নেটব্যবহারকারীদের অধিকাংশ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এমন দৃশ্য সামনে থেকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’