দুই শাবকের সঙ্গে খাঁচার ভিতর বসেছিল এক বাঘিনি। খাঁচার বাইরে দাঁড়িয়ে এক ব্যাঘ্রশাবকের ভিডিয়ো তুলছিলেন এক ব্যক্তি। বসে বসে ক্যামেরাম্যানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল বাঘিনি। তার পর রাগ সামলাতে না পেরে থাবা তুলে ক্যামেরাম্যানের দিকে তেড়ে গেল হিংস্র জন্তু। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে থাবা তুলে তেড়ে যাচ্ছে এক বাঘিনি। কিন্তু খাঁচার মধ্যে থাকায় আর আক্রমণ করতে সফল হল না বাঘিনিটি। ওই ব্যক্তিও বাঘিনিকে তেড়ে আসতে দেখে খাঁচার সামনে থেকে সরে গেলেন।
আরও পড়ুন:
আসলে, খাঁচার ভিতর দুই সন্তানকে নিয়ে বসেছিল বাঘিনিটি। ক্যামেরা চালু করে বাঘিনির শাবকের ভিডিয়ো তুলছিলেন সেই ব্যক্তি। দূরে বসে ক্যামেরাম্যানের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল বাঘিনি। রাগে গজগজ করছিল সে। ক্যামেরাম্যানের উপস্থিতি মোটেও পছন্দ হচ্ছিল না তার। তার উপর আবার বাঘিনির সন্তানের ছবি তোলা হচ্ছে!
রেগে গিয়ে খাঁচার ও পারে থাকা ব্যক্তির দিকে তেড়ে গেল বাঘিনি। থাবা মেরে আক্রমণ করার চেষ্টা করল তাঁকে। চমকে গিয়ে খাঁচার সামনে থেকে সরে গেলেন ওই ব্যক্তি। সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরায় বন্দি করলেন তিনি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যিস বাঘিনিটি খাঁচায় বন্দি ছিল। না হলে প্রাণে রক্ষা পেতেন না সেই ব্যক্তি।’’