জাদুঘরে বিভিন্ন শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছিল প্রদর্শনী। কোনও জিনিসে হাত দেওয়া যাবে না— এই ছিল নিরাপত্তাকর্মীদের কড়া নির্দেশ। কিন্ত সেই নির্দেশ অমান্য করে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছিলেন এক দম্পতি। জাদুঘরের একটি ঘরের মাঝখানে রাখা ছিল ক্রিস্টাল দিয়ে তৈরি একটি চেয়ার। তা দেখে পোজ় দিয়ে ছবি তুলতে এগিয়ে গেলেন দম্পতি। স্ত্রীর ছবি তোলা হয়ে গেলে চেয়ারটির সামনে গিয়ে দাঁড়ালেন তাঁর স্বামী। নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে সেই চেয়ারের উপর বসেই পড়লেন সেই ব্যক্তি।
আরও পড়ুন:
বসার ভান করতে গিয়ে তিনি চেয়ারের উপর সামান্য ভর দিয়েছিলেন। তাঁর ওজনের ভার নিতে না পেরে সঙ্গে সঙ্গে ভেঙে যায় চেয়ারটি। ছবি তুলতে নীচে পড়ে যান তিনিও। অপরাধ করে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান দম্পতি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পালাজ়োমাফেইভেরোনা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জাদুঘরের প্রদর্শনী চলাকালীন একটি চেয়ারের সামনে দাঁড়িয়ে পোজ় দিয়ে ছবি তুলছিলেন দম্পতি। স্ত্রীর ছবি তুলে দিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লেন মহিলার স্বামী। পোজ় দিতে গিয়ে চেয়ারে সামান্য ভর দিয়ে বসতে গেলেন তিনি। কিন্তু সেই ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে গেল চেয়ারটি। চেয়ারের সামনের দুই পায়া গেল বেঁকে। ছবি তুলতে গিয়ে বেসামাল হয়ে পড়ে গেলেন সেই ব্যক্তিও। প্রদর্শনীতে সাজানো চেয়ারটি ভেঙে ফেলায় ভয় পেয়ে যান দম্পতি।
তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যান তাঁরা। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সম্প্রতি এই ঘটনাটি ইটালির ভেরোনার পালাজ়ো মাফেই জাদুঘরে ঘটেছে। সেই জাদুঘরে একটি প্রদর্শনীতে বিভিন্ন শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছিলেন পর্যটকেরা। এক দম্পতিও গিয়েছিলেন সেখানে। প্রদর্শনীতে ক্রিস্টাল দিয়ে বানানো একটি চেয়ার ছিল শিল্পী নিকোলা বোলার। নিজের শিল্পকর্মের নাম রেখেছিলেন ‘ভ্যান গখ’ চেয়ার। প্রদর্শনীর কোনও জিনিসে হাত দেওয়া যাবে না। এমনটাই নির্দেশ ছিল নিরাপত্তাকর্মীদের। কিন্তু তাঁদের কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখালেন এক দম্পতি।
নিরাপত্তাকর্মী ঘর থেকে সরে যেতেই সেই চেয়ারের সামনে বসার ভঙ্গি দিয়ে পোজ় দিলেন সেই মহিলা। স্ত্রীর ছবি তুলে দেওয়ার পর নিজেও চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালেন সেই ব্যক্তি। পোজ় দেওয়ার সময় চেয়ারে হালকা ভর দিয়ে বসার চেষ্টা করলেন তিনি। কিন্তু সেই ভারে ভেঙে গেল চেয়ারটি। বেসামাল হয়ে পড়ে যান ওই ব্যক্তি। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান দম্পতি। জাদুঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। পরে জাদুঘরের তরফে জানানো হয় যে, ভাঙা চেয়ারটির মেরামতির পর আবার যথাস্থানে রেখে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ইম্প্রেশনিস্ট পরবর্তী যুগে বেশ কয়েক জন শিল্পীর হাত ধরে গোড়া পত্তন হয়েছিল আধুনিক শিল্পের। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গখ। পাবলো পিকাসো থেকে অ্যাডভার্ড মাঞ্চ তাঁর বিমূর্ত শিল্পকলায় প্রভাবিত হয়েছিলেন। মাত্র ৩৭ বছর বয়সে দু’হাজারেরও বেশি ছবি এঁকে আলোড়ন ফেলে দিয়েছিলেন ভ্যান গখ। তাঁর শিল্পকর্মগুলির মধ্যে উল্লেখ্য হল ‘দ্য স্টারি নাইট’।