খাঁচার মধ্যে বসে বিশ্রাম নিচ্ছিল একটি হোয়াইট টাইগার। হঠাৎ ক্লান্তির মধ্যে চোখ লেগে যায় তার। সঙ্গে সঙ্গে স্বপ্নের দুনিয়ায় পাড়ি দেয় সে। বসে বসে ঘুমিয়ে পড়ে বাঘটি। শুধু তা-ই নয়, জোরে জোরে নাক ডেকে প্রায় পিলে চমকে দেওয়ার মতো শব্দ করছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বিয়ন্ড_দ্য_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হোয়াইট টাইগার চোখ বন্ধ করে চুপচাপ খাঁচার মধ্যে বসে রয়েছে। বহু ক্ষণ কোনও নড়াচড়া নেই তার। খাঁচার একটু কাছাকাছি যেতেই বোঝা গেল তার হাবভাব। নাক ডাকার কী জোর শব্দ করছে সে! যেন সেই শব্দে পাড়া কাঁপিয়ে দেবে একেবারে।
বসে বসেই দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে হোয়াইট টাইগারটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এ যে চারপেয়ে কুম্ভকর্ণ! বাবা রে! বাঘের গর্জন শুনেছি। আজ বাঘের নাক ডাকাও শুনে ফেললাম।’’