নাতির সঙ্গে মেট্রোয় উঠেছিলেন এক প্রৌঢ়া। মহিলাদের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন তিনি। তাঁর পাশে জায়গা ফাঁকা থাকলেও তিনি অন্য যাত্রীকে বসার সুবিধা করে দিতে চাইছেন না। এক তরুণী তাঁকে সরে বসার অনুরোধ করলেও পাত্তা দিলেন না প্রৌঢ়া। তরুণীর সঙ্গে পাল্টা তর্ক জুড়ে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মেট্রোয় উঠে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তরুণীর সামনে বসার জায়গাও রয়েছে। কিন্তু তিনি বসতে পারছেন না। কারণ, নাতিকে নিয়ে সেখানে বসে রয়েছেন এক প্রৌঢ়া। পা ছড়িয়ে বসে রয়েছেন তিনি।
আরও পড়ুন:
তরুণী তাঁকে সরে বসার অনুরোধ করলেও তাঁর কথায় কর্ণপাত করলেন না প্রৌঢ়া। বরং তরুণীর সঙ্গে তর্ক জুড়ে দিলেন তিনি। প্রৌঢ়ার দাবি, সরে বসার নাকি জায়গাই নেই! তরুণী তাঁকে দেখিয়ে দিলেও ফাঁকা জায়গাটি যেন দেখতেই পেলেন না ওই প্রৌঢ়া। মেট্রোয় উপস্থিত অন্য মহিলা যাত্রীরা তাঁদের কথোপকথন শুনছিলেন। এমনকি, এক মহিলা যাত্রীও প্রৌঢ়াকে সরে বসার অনুরোধ করেন। কিন্তু তিনি কথা শুনতে নারাজ।
সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। জানা গিয়েছে যে, এই ঘটনাটি দিল্লির মেট্রোয় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সকলেই বুঝতে পারছেন যে, প্রৌঢ়া একটু সরে বসলেই তরুণী সেখানে বসতে পারবেন। মেট্রোয় উঠে কয়েক জন যাত্রী যে কেন অন্যের অসুবিধা করেন, তা বুঝতে পারি না।’’