ট্রেনে থাকা সহযাত্রী যুবকের মুখে একের পর এক ঘুষি চালাতে চালাতে এক তরুণী বলতে থাকেন, ‘‘জানিস তো, আমি ওড়িশার মেয়ে!’’ তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়ে গিয়েছে সেটিকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ওই যুবককে কেন মারধর করেন তরুণী, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তার উত্তরও মেলেনি।
আরও পড়ুন:
এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের ভিড় কামরায় ঠাসাঠাসি করে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তাঁদের মধ্যেই এক তরুণী উত্তেজিত ভাবে সহযাত্রী এক পুরুষের মুখে একের পর এক ঘুষি মারছেন। এলোপাথাড়ি ঘুষি মারতে মারতে মহিলা বলছেন, ‘‘মনে রাখিস, আমি ওড়িশার মেয়ে।’’ তাঁর চোখ-মুখে রাগের ছাপ স্পষ্ট। যদিও প্রহৃত পুরুষ কিন্তু নিরুত্তাপ। বিড়বিড় করে কিছু বললেও তা বোঝা যায়নি। তাঁদের মধ্যে ঝামেলার কারণ স্পষ্ট নয়। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
গত ১২ এপ্রিল ‘ডাঙ্ক জেঠা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন। তরুণীর রাগের কারণ জানতেও কৌতূহল প্রকাশ করেছেন অনেকে।