ব্যস্ত রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন এক তরুণী। হেলমেট ছাড়াই স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে স্কুটার চালাচ্ছিলেন তরুণী। মাঝরাস্তায় স্কুটারের হ্যান্ডেল থেকে হাত তুলে ফেলেন তিনি। তার পর কোমরে হাত দিয়ে আসনের উপর চিত হয়ে শুয়ে ‘স্ট্রেচিং’ করতে শুরু করে দেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এমকে___মেওয়াতি২৪৫’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হেলমেট ছাড়া ব্যস্ত রাস্তায় স্কুটার চালাচ্ছেন তরুণী। স্কুটার চালাতে চালাতে কোমর ধরে গিয়েছে তাঁর। তাই হ্যান্ডেল থেকে হাত সরিয়ে, আসনের উপর শুয়ে পড়ে স্ট্রেচিং করে নিলেন তিনি। তার পর আবার স্কুটার চালাতে শুরু করলেন তরুণী।
ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে বিতর্কের মুখে পড়েন তরুণী। নেটাগরিকদের অধিকাংশ তরুণীর এমন আচরণ দেখে সমালোচনা করেন। এক জন লিখেছেন, ‘‘হেলমেট ছাড়া রাস্তায় স্কুটার চালাচ্ছেন। তার পর আবার হাত ছেড়ে কেরামতি করছেন। দুর্ঘটনার কবলে পড়লে কী করবেন?’’