তরুণ বিক্রেতার কাছে জিনিস কিনেও তার দাম মেটাননি যাত্রী। ট্রেনে উঠে পড়েন তিনি। প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে থাকে ট্রেনটি। হকের টাকা নিতে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে শুরু করেন সেই তরুণ। যাত্রীর কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু সকল চেষ্টা বিফলে যায়।
প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। যাত্রীর কাছ থেকেও আর টাকা পেলেন না সেই তরুণ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাঁপাতে থাকেন তিনি। ছুটতে থাকা ট্রেনটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ডেলিমাআপডেটস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ চলন্ত ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে চলেছেন। ট্রেনের এক যাত্রীর সঙ্গে তর্ক জুড়েছেন তিনি। আসলে, তরুণ বিক্রেতার কাছ থেকে জিনিস কিনেও তার দাম মেটাননি যাত্রী। অন্য দিকে, ট্রেনটিও প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে থাকে। যাত্রীর কাছ থেকে টাকা আদায়ের জন্য চলন্ত ট্রেনের পিছনে ছুট দেন সেই তরুণ।
সেই যাত্রীর কাছে হাজার অনুরোধ করা সত্ত্বেও টাকা পেলেন না তরুণ। শেষ পর্যন্ত স্টেশন ছেড়ে বেরিয়ে গেল ট্রেনটি। প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে হাঁপাতে শুরু করলেন তিনি। চলন্ত ট্রেন থেকে দৃষ্টি সরল না তাঁর। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে, ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘কত কষ্ট করে রোজগার করতে হয়। হকের টাকা পাওয়ার জন্য এ ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দৌড়োতে হচ্ছে। এমন যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’