Advertisement
E-Paper

সীমান্তে দায়িত্ব পালনে যাওয়া ভারতীয় জওয়ানদের উপর ফুলবর্ষণ স্থানীয়দের! মন ভাল করা ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় গড়মুক্তেশ্বরের একটি ধাবায় দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের দেখে ধাবার বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৪০
Video show people showering flowers on Indian Army in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

দেশের হয়ে নিয়ন্ত্রণরেখায় দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন ভারতীয় সেনারা। তাঁদের উপর ফুলবর্ষণ করে সম্মান জানালেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলার গড়মুক্তেশ্বরে। মন ভাল করা সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় গড়মুক্তেশ্বরের একটি ধাবায় দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানেরা। তাঁদের দেখে ধাবার বাইরে স্থানীয়দের ভিড় জমে যায়। এর পর সেনা জওয়ানরা যখন ধাবা থেকে বেরোচ্ছিলেন তখন তাঁদের উপর ফুল ছড়াতে শুরু করেন স্থানীয় মানুষ। ‘ভারতমাতা কী জয়’ স্লোগান ওঠে। অনেকে হাতজোড় করে দাঁড়ান। কেউ কেউ তাঁদের দিকে জলের বোতল নিয়ে এগিয়ে যান। স্থানীয়দের উপচে পড়া ভালবাসা দেখে আপ্লুত হয়ে যান সেনা জওয়ানেরা। হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। শনিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে ভাল ভাল মন্তব্য করছেন নেটাগরিকদের একাংশ। ভারতীয় সেনার জয়গান করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের।

আন্তর্জাতিক হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তান শনিবার সংঘর্ষবিরতিতে রাজি হয়। বিকেলে সে কথা ঘোষণা করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তবে তার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে ফের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান আবার গোলাবর্ষণ শুরু করে। চলে ড্রোন হামলা। পরে রাতে ভারতের বিদেশ মন্ত্রকও বিবৃতি দিয়ে জানায়, পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে। পাল্টা জবাব দেয় ভারতও। তবে তার পর রাতের দিকে দুই দেশের মধ্যে গোলাগুলি বন্ধ হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি। নতুন করে আর গোলাবর্ষণ বা বিস্ফোরণ হয়নি।

Viral Video Indian Army Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy