Advertisement
E-Paper

চার সিংহ-সিংহীর চক্রব্যূহে আটকে কুমির, হাল না ছেড়ে চালাল মরণপণ লড়াই! কী হল অসম যুদ্ধের ফল?

চারটি হিংস্র প্রাণীর সামনে পড়ে জীবন বিপন্ন হয়ে পড়ে একটি ছোট কুমিরের। চার জনই একযোগে আক্রমণ করে কুমিরটিকে। তাতেও আকারে ছোট সরীসৃপটি হাল ছাড়তে রাজি হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১০:৫২
four lions attack alone crocodile

ছবি: সংগৃহীত।

চার দিক থেকে ঘিরে ধরেছে চার শিকারি। তাদের নাগাল এড়িয়ে প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব। তবে হাল ছাড়তে রাজি নয় জলের প্রাণীটি। মৃত্যু আসন্ন জেনেও লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে চায়নি একটি কুমির। চারটি সিংহ-সিংহী ও একটি ছোট কুমিরের অসম যুদ্ধের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

জল ছেড়ে ডাঙায় উঠতেই মরণ ঘনিয়ে এল ছোট্ট কুমিরটির। চোখ পড়তেই তাকে জলখাবার বানাতে এগিয়ে এল বনের রাজা-রানিরা। সিংহদের চক্রব্যূহে আটকে পড়ে দুর্ভাগা কুমিরটি। চার জন একযোগে আক্রমণ করে বসে একা কুমিরটিকে। তবুও আকারে ছোট সরীসৃপটি হাল ছাড়তে রাজি হয়নি। মুখ খুলে তাদের কামড়ানোর চেষ্টা করে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি শুরু হওয়ার পর পরই এই যুদ্ধের ফল কী হতে পারে তা আন্দাজ করতে অসুবিধা হয়নি। সবাই বুঝতে পারেন যে কুমিরটি চারটি হিংস্র পশুর থাবার সামনে বেশি ক্ষণ টিকে থাকতে পারবে না।

‘লেটসক্রুগার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একাকী কুমিরটি সিংহদের সঙ্গে প্রবল লড়াই করছে। ২২ সেকেন্ড লড়াই করার পর একটি সিংহ তাকে বাগে আনতে পারে। বাকি তিনটি সিংহ-সিংহীও তার সঙ্গে ভোজ খেতে যোগ দেয়। এখনও পর্যন্ত এই রিলটি ৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে এবং ১৭ হাজারেরও বেশি লাইক পেয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা এই দৃশ্যটি দেখার পর তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক জন লিখেছেন, ‘‘সিংহগুলি যদি জলে থাকত, তা হলে তারা শিকারে পরিণত হত।’’ কুমিরটির শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার শক্তি দেখে নেটাগরিকেরা অবাক হয়েছেন।

animal video wildlife Insta Reel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy