জঙ্গলের রাজত্বেও মাঝে মাঝে চলে নিয়ম ভাঙার খেলা। শিকার ও শিকারির যুদ্ধে কখনও শিকারই পাল্টা আক্রমণ করে বসে শিকারকে। দুর্বলের হাতে পর্যুদস্ত হয় সবল। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চিতাবাঘকে আক্রমণ করেছে একটি বুনো শুয়োর। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। বন দফতরের কর্তার এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ তা দেখেছেন।
বন দফতরের আধিকারিক পরভীন কাসওয়ানের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় নাটকীয় দৃশ্যটি ধরা পড়েছে। সেখানে দেখা গিয়েছে, ঘন জঙ্গলের মধ্যে বিশ্রাম করছে একটি চিতাবাঘ। ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে একটি বড় বুনো শুয়োর। আচমকা আক্রমণে চিতাবাঘটি ঘাবড়ে যায়। শুয়োরকে পাল্টা আক্রমণ না করে লেজ গুটিয়ে দৌড় দিতে শুরু করে বনের ভিতরে। ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে সে সম্পর্কে ভিডিয়োয় উল্লেখ করা হয়নি। মাত্র ১৭ সেকেন্ডের এই ভিডিয়োটিতে সেই বিরল দৃশ্য ফুটে উঠেছে, যেখানে একটি বন্য শুয়োরের সঙ্গে সংঘর্ষ এড়াতে পালানোর পথ বেছে নিয়েছে ভয়ঙ্কর শিকারি।
ভিডিয়োটি পোস্ট করে কাসওয়ান লিখেছেন, ‘‘এই চিতাবাঘটি ভুলেই গিয়েছে সে আসলে কী! একটি বুনো শুয়োর তাকে তাড়িয়ে দিয়েছে। জঙ্গলে কখন কী দেখতে পাওয়া যায় তা আগে থেকে বোঝা অসম্ভব।’’ ভিডিয়োটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে হাজার হাজার বার দেখা হয়েছে। ১২০০ লাইক জমা পড়েছে তাতে। কাসওয়ানের পোস্টের পরিপ্রেক্ষিতে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘চিতাবাঘ ভুলে যায়নি স্যর, আমরাই ভুলে গিয়েছি বুনো শুয়োর আসলে কী। এটি বনের সবচেয়ে মারাত্মক প্রাণীদের মধ্যে একটি। অত্যন্ত চটপটে, দ্রুত গতিতে চলাফেরা করে এবং এক সেকেন্ডের মধ্যে দিক পরিবর্তন করতে পারে।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘চিতাবাঘটির পেট ভরা ছিল, তাই আক্রমণ করার পরিবর্তে বিশ্রাম নিতে চেয়েছিল।’’