যাত্রানুষ্ঠান চলাকালীন একটি বাড়ির ছাদে উঠে পড়েছিলেন উৎসাহী শিল্পী। তাঁর হাতে ধরা ছিল ছাতা। মাথার উপরেই ছিল বিদ্যুতের তার। সেই ছাতার শিকের লোহা বিদ্যুতের তারে ঠেকতেই ঘটে গেল বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদেই ছিটকে পড়লেন ওই শিল্পী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি রাজস্থানের উদয়পুরের চাঁদসেরা গ্রামে ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গ্রামের মধ্যে যাত্রাপালা চলছে। ভিড় করে দেখছেন স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে চমক আনতে এক জন শিল্পী মঞ্চ লাগোয়া একটি বাড়ির ছাদে উঠে পড়েন। তাঁর মাথায় একটি ছাতা ধরা ছিল। ছাদের কিছুটা উপরেই ছিল একটি বিদ্যুতের তার। হঠাৎ ছাতার উপরের অংশে থাকা লোহা বিদ্যুতের তার স্পর্শ করে। সঙ্গে সঙ্গে ছিটকে যান ওই শিল্পী। পড়ে যান ছাদের উপরেই। সঙ্গে সঙ্গে তাঁর দিকে দৌড়ে যান ছাদে উপস্থিত বাকিরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে শিল্পী প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
শিল্পীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভিল_আরজে২৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৮০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রাণ হাতে নিয়ে কেরামতি দেখানোর কোনও দরকার ছিল না। কে জানে ওই শিল্পী এখন কেমন আছেন?’’