Advertisement
E-Paper

পর্নের সংগ্রহ দেখিয়ে অদ্ভুত সাহায্য চাইলেন বাড়িওয়ালা! কাণ্ড দেখে হতবাক ভাড়াটে তরুণী পরামর্শ চাইলেন নেটপাড়ায়

তরুণীর পোস্ট অনুযায়ী, ৪০ বছর বয়সি যুবক ওই বাড়িওয়ালা রবিবার মেরামতের কাজ করার অজুহাতে তাঁর অ্যাপার্টমেন্টে এসেছিলেন। কাজ শেষে তিনি তাঁর ট্যাবে পুরানো একটি হার্ড ড্রাইভ সংযোগ করতে সাহায্য চেয়েছিলেন তরুণীর কাছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৫
Woman tenant from Mumbai claims landlord shows her adult video collection, she seeks advice from netizens

ছবি: এআই সহায়তায় প্রণীত।

তাঁর কাছে কত পর্ন ছবি রয়েছে, তরুণী ভাড়াটেকে এনে দেখালেন বাড়ির মালিক। ২৬ বছর বয়সি ওই তরুণীর দাবি, ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরিদর্শনের সময় তাঁর বাড়ির মালিক ওই কাণ্ড ঘটান। এই পরিস্থিতিতে তাঁর কী করা উচিত, তা নিয়ে নেটাগরিকদের কাছে পরামর্শ চেয়েছেন তরুণী।

সমাজমাধ্যম রেডিটে ওই তরুণী দাবি করেছেন, মুম্বইয়ে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকেন তিনি। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে ওই ফ্ল্যাটের মালিক মাঝেমধ্যেই সেখানে আসেন। তরুণীর অভিযোগ, সম্প্রতি সে কারণেই তাঁর ফ্ল্যাটে এসে তাঁকে পর্ন ভিডিয়োর সংগ্রহ দেখান ওই বাড়িমালিক। হতবাক হয়ে যান তরুণী।

তরুণীর পোস্ট অনুযায়ী, ৪০ বছর বয়সি যুবক ওই বাড়িওয়ালা মেরামতের কাজ করার অজুহাতে রবিবার তাঁর অ্যাপার্টমেন্টে এসেছিলেন। কাজ শেষে তিনি তাঁর ট্যাবে পুরনো একটি হার্ড ড্রাইভ সংযোগ করতে সাহায্য চেয়েছিলেন তরুণীর কাছে। তরুণীও সাহায্য করতে রাজি হয়ে যান। এর পর ওই বাড়িওয়ালা ডিভিডি ভর্তি একটি প্লাস্টিকের ব্যাগ বার করে আনেন। সেই ডিভিডিগুলি দেখে হতবাক হয়ে যান তরুণী। অশ্লীল ছবি থাকা ডিভিডির মোড়ক দেখে বুঝতে পারেন যে সেগুলি আসলে নীল ছবির ডিভিডি। যুবক বাড়িওয়ালা তাঁকে নাকি বলেন, ‘‘দুঃখিত, আমার তোমাকে এই সব দেখানো উচিত হয়নি। আমারও আর বয়স নেই এই সব দেখার।’’ তরুণী জানিয়েছেন, ওই পরিস্থিতিতে তিনি কী ভাবে প্রতিক্রিয়া জানাবেন বুঝতে পারছিলেন না। অন্য দিকে তাকিয়েছিলেন। এখন তাঁর কী করা উচিত, তা নিয়ে নেটাগরিকদের কাছে পরামর্শ চেয়েছেন। তবে বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন কি না, তা স্পষ্ট করেননি তরুণী।

ওই তরুণীর পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় উঠেছে। বিতর্ক তৈরি হয়েছে। নেটাগরিকদের অনেকেই ওই তরুণীকে অভিযোগ দায়ের করে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি একা থাকলে আপনার বাড়িওয়ালাকে ঢুকতে দেবেন না। যদি আসার কথা থাকে তা হলে তৃতীয় কাউকে থাকতে বলবেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাড়িওয়ালা যদি বিবাহিত হন, তা হলে তাঁর স্ত্রীকে বিষয়টি জানান। একদম এ সব সহ্য করবেন না।’’

Bizarre Incident Mumbai Landlord Porn woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy