Advertisement
E-Paper

এমনটাও সম্ভব! দুই সহকর্মী পরকীয়া করছেন জানতে পেরে অদ্ভুত কাণ্ড ঘটালেন তরুণ, চমকে গেল নেটপাড়া

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি সংস্থায় কর্মরত আয়ুষ নামে এক তরুণ সম্প্রতি জানতে পারেন যে তাঁদের অফিসের দু’জন সহকর্মী পরকীয়ায় জড়িয়েছেন এবং দু’জনেই বিবাহিত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩
Man does bizarre thing after knowing two of his colleague are in an extra marital affair

অফিসে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। অন্য এক বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়া করছিলেন। জানতে পেরেই ওই তরুণীর স্বামীকে বিষয়টি জানিয়ে দিলেন অন্য এক পুরুষ সহকর্মী! তার পর... ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি বেসরকারি সংস্থায় কর্মরত আয়ুষ নামে এক তরুণ সম্প্রতি জানতে পারেন যে তাঁদের অফিসের দু’জন সহকর্মী পরকীয়ায় জড়িয়েছেন এবং দু’জনেই বিবাহিত। এর পর তিনি ঠিক করেন যে মহিলা সহকর্মীর স্বামীকে তিনি বিষয়টি জানাবেন। এর পর বেনামে তরুণীর স্বামীকে সবটা জানান আয়ুষ। কিছু দিন পরে তরুণী চাকরি ছেড়ে দেন। তরুণীর স্বামী আয়ুষকে ফোন করে ধন্যবাদও জানান। একই সঙ্গে জানান, তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

পুরো ঘটনাটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আয়ুষ নিজেই। তিনি ঠিক করেছেন কি না, তা নিয়ে নেটাগরিকদের থেকে পরামর্শও চেয়েছেন। পাশাপাশি জানতে চেয়েছেন, তরুণী যে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, তাঁর স্ত্রীকেও সব বলে দেওয়া উচিত কি না। আয়ুষের পোস্টগুলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়েছে। যদিও সেই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। নেটাগরিকদের একাংশ ওই তরুণের প্রশংসা করলেও অনেকে তাঁর সমালোচনা করেছেন। কারও ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে তরুণ ভুল করেছেন বলেও মনে করছেন নেটাগরিকদের একাংশ।

Bizarre Bizarre Incident office Extra Marital Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy