৮০ এবং ৯০-এর দশকে জন্ম নেওয়া ভারতীয়দের মনে বিশেষ স্থান জুড়ে রয়েছে পার্লে-জি বিস্কুট। এই বিস্কুটের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িত। এই বিস্কুট তৈরির পর বহু বছর পেরিয়ে গেলেও একে নিয়ে উন্মাদনা এখনও কমেনি। বিস্কুটটি যেমন জনপ্রিয়, তেমনই জনপ্রিয় বিস্কুটের প্যাকেটের উপর থাকা ‘পার্লে-জি গার্ল’-এর ছবি। কিন্তু এ বার সেই বিখ্যাত বিস্কুটের প্যাকেটের উপরে ফুটে উঠল প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফার ছবি। ফুটিয়ে তুললেন এক জন শিল্পী। বিস্কুটের নামও পরিবর্তন করে করলেন ‘মিয়া-জি’। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্লে-জি বিস্কুটের প্যাকেট নিয়ে কারিকুরি করছেন এক জন চিত্রশিল্পী। তুলির টানে বিস্কুটের প্যাকেটকে নতুন রূপ দিচ্ছেন তিনি। প্রথমে রং-তুলি দিয়ে পার্লে-জি গার্লের মুখের উপর মিয়ার ছবি আঁকেন তিনি। এর পর প্যাকেটের যেখানে বিস্কুটের নাম লেখা থাকে, সেখানেও তুলির আঁক দেন। লিখে দেন, ‘মিয়া-জি’। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই ফেলেছে ভিডিয়োটি। ওই শিল্পীর নাম লক্ষ্মীনারায়ণ সাহু বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমে তিনি পরিচিত মুখ।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘অ্যালেন_সাহু_আর্ট’ থেকেই পোস্ট করেছেন লক্ষ্মীনারায়ণ। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘মিয়া জি পার্লে বিস্কুট আর্ট’’। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। কোটি বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োটি দেখে। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখার পর মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিষয়টি নিয়ে শিল্পীর সমালোচনা করেছেন। জনপ্রিয় বিস্কুটের উপর প্রাক্তন পর্নতারকার ছবি আঁকার জন্য তাঁর নিন্দায় করেছেন অনেকে।