হিন্দুদের কাছে মন্দির অতি পবিত্র একটি স্থান। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মন্দিরে যান ভক্তেরা। কিন্তু সেই মন্দির প্রাঙ্গণেই এ বার হিংসার ছায়া। অতিরিক্ত দু’টি প্রসাদী লাড্ডু নিয়ে নেওয়াকে কেন্দ্র করে একটি মন্দিরের পুরোহিতকে ব্যাপক মারধর করলেন কয়েক জন পুণ্যার্থী। গত রবিবার উত্তরপ্রদেশের ফতেপুরে চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফতেপুরের ওই মন্দিরে রবিবার সকালে পুজো দিতে এসেছিলেন কয়েক জন ভক্ত। নৈবেদ্য দেওয়ার সময় পুরোহিত প্রসাদ থেকে অতিরিক্ত দু’টি লাড্ডু বার করে নেন বলে অভিযোগ। সামান্য ওই কারণে তাঁকে ধাক্কা মারেন এক যুবক। এর পর আরও কয়েক জন চড়াও হন তাঁর উপর। ওই পুরোহিতকে মারধর শুরু করেন ভক্তেরা। মন্দিরে উপস্থিত অন্য এক পুরোহিত এবং কয়েক জন পুণ্যার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই ৬৫ সেকেন্ডের ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। ১০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ভক্তদের আচরণের সমালোচনা করে সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মন্দিরে দাঁড়িয়ে মারামারি! তা-ও দু’টি মাত্র লাড্ডুর জন্য! লজ্জা হওয়া উচিত।’’