নেশাগ্রস্ত অবস্থায় যাত্রিবাহী ট্রেন ভেবে মালগাড়িতে চড়ার চেষ্টা! তা-ও আবার ইঞ্জিনঘরে। রেলকর্মীরা বাধা দিতেই অদ্ভুত কাণ্ড ঘটালেন এক যুবক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিগন্যালের অপেক্ষায় রেললাইনে দাঁড়িয়ে রয়েছে একটি মালগাড়ি। এমন সময় সেখানে মদ্যপ অবস্থায় উপস্থিত হন এক যুবক। জোর করে ইঞ্জিনের কামরায় ওঠার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটকান রেলকর্মীরা। এ-ও বোঝান যে সেটি যাত্রিবাহী ট্রেন না, পণ্যবাহী গাড়ি। এর পরেই অদ্ভুত কাণ্ড ঘটান যুবক। রেলকর্মীদের কথায় সাড়া না দিয়ে অন্ধকারে রেললাইন বরাবর হনহন করে হাঁটতে শুরু করেন। তাঁকে অবাক দৃষ্টিতে দেখতে থাকেন রেলকর্মীরা। এর পর আবার ফিরে আসেন ওই যুবক। আবারও মালগাড়িতে ওঠার চেষ্টা করেন। তখন রেলকর্মীরা তাঁকে ধমকে নামিয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘যোগী_রাজ_মীনা১’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘একেই বলে মাতালের কাণ্ড! তবে রেলকর্মীদেরও দরজা বন্ধ করে রাখা উচিত ছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যেখানেই যাবেন এই ধরনের মদ্যপদের পাবেন। এর জন্য বড় কোনও বিপদও ঘটতে পারত।’’