জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছিল ব্ল্যাক মাম্বা এবং ইগলের মধ্যে। ইগলটিকে প্রায় বাগে এনে ফেলেছিল পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপটি। কিন্তু বাদ সাধল এক সিংহী। দু’জনের লড়াইয়ে জড়িয়ে পড়ল তৃতীয় পক্ষও! কে জিতল? সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে একটি ইগল এবং একটি ব্ল্যাক মাম্বার মধ্যে। কিছু ক্ষণ লড়াইয়ের পর ইগলকে বাগে আনে সাপটি। লেজ দিয়ে পেঁচিয়ে ধরে তার গলা। এর পর শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে নিঃশব্দে। কিন্তু তখনই সেখানে পৌঁছোয় দুই সিংহী। তাদের মধ্যে এক সিংহী এগিয়ে যায় সাপ এবং ইগলটির দিকে। কিছু ক্ষণ ল়ড়াই দেখার পর সে নিজেও সেই লড়াইয়ে যোগ দেয়। থাবা মারে সাপটির গায়ে। সাপটিও তেড়ে যায় সিংহীর দিকে। সিংহী সরে যায়। একই জিনিস বার বার হতে থাকলে হাল ছেড়ে দেয় ব্ল্যাক মাম্বা। ইগলকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় সে। অন্য দিকে, মরণপ্যাঁচ থেকে ছাড়া পেয়ে কোনও রকমে উঠে দাঁড়ায় ইগল। সিংহী তাকে শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালায় ইগলটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সন্দীপ নীল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার অনেকে উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘জঙ্গল সত্যিই অদ্ভুত! এখানে বেঁচে থাকার লড়াইও আলাদা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো প্রমাণ করে যে ভাগ্য আছে। না হলে ইগলের বাঁচার কথা নয়।’’