বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববর-বধূকে। তবে মাঝেমধ্যে পাত্র-পাত্রীর মনোমালিন্যের কারণেও বিয়েবাড়ির আনন্দঘন মুহূর্ত মাটি হয়। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েতে কেক কাটার সময় ঝামেলা বেধেছে পাত্র এবং পাত্রীর মধ্যে। আর তার পরে ওই পাত্র যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে বসে রয়েছেন পাত্র-পাত্রী। তাঁদের সামনে একটি টুলে কেক রাখা। একসঙ্গে কেক কাটছেন তাঁরা। কেক কাটার পর প্রথম টুকরোটি বরকে খাইয়ে দেন বধূ। কেক খাওয়ার পর খুশি মনে পাত্রীর দিকেও কেকের টুকরো এগিয়ে দেন ওই পাত্র। কিন্তু পাত্রী বেঁকে বসেন। কেক খেতে রাজি হননি তিনি। উল্টে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। রাগে অগ্নিশর্মা হয়ে যান বর। তেড়েফুড়ে ওঠে লাথি হাঁকান। কেক এবং টুল— দুই-ই ছিটকে পড়ে যায়। তাঁর চোখেমুখে রাগ ফুটে ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কেকটা ওই ভাবে নষ্ট করার কোনও মানে ছিল না। নিজেদের মধ্যে মিটমাট করে নিলেই হত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিষয়টা ঠিক বুঝলাম না। পাত্রী কেক খাইয়ে কেন নিজে খেলেন না? কেকে কি কিছু মেশানো ছিল?’’