বাড়িতে বিয়ে। পরিবারে সবাই ছিলেন আনন্দের মেজাজে। গানের তালে তালে বাড়ির বাইরের রাস্তায় নাচছিলেন মহিলারা। ভিড় করে দেখছিলেন পরিবারের বাকিরা। চলছিল হাসি-ঠাট্টা। কিন্তু এক মুহূর্তে সেই খুশি পরিণত হল কান্নায়। দ্রুত গতিতে আসা গাড়ি পিষে দিয়ে বেরিয়ে গেল ওই পরিবারের সদস্যদের। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি বাড়ির বাইরের রাস্তায় ঢাক-ঢোল বাজছে। নাচানাচি করছেন পরিবারের মহিলা সদস্যেরা। বাকি আত্মীয়স্বজনেরাও আনন্দে মেতেছেন। এমন সময় ওই রাস্তা দিয়ে ধেয়ে আসে দ্রুতগামী গাড়ি। আনন্দ-ফুর্তিতে মেতে থাকা পরিবারের লোকজনদের ধাক্কা দিয়ে চলে যায় ঘাতক গাড়িটি। অনেকেই রাস্তার ধারে ছিটকে পড়ে যান। আনন্দ পরিণত হয় চিৎকার এবং কান্নায়। মর্মান্তিক সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ঘটনায় অনেকে আহত হলেও কেউ মারা যাননি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।