রিল তৈরির নেশায় রেললাইনে ফোন হাতে দাঁড়িয়েছিল কিশোর। নিজেকে ক্যামেরাবন্দিও করছিল। তখনই ছুটে এল দ্রুতগামী ট্রেন। কিছু বোঝার আগেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কিশোরের। মঙ্গলবার ওড়িশার জনকদেবপুর স্টেশনের কাছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত কিশোরের নাম বিশ্বজিৎ সাহু। মঙ্গলবার মায়ের সঙ্গে দক্ষিণাকালী মন্দিরে গিয়েছিল সে। বাড়ি ফেরার পথে সমাজমাধ্যমে পোস্ট করার জন্য জনকদেবপুর স্টেশনের কাছে একটি ছোট রিল ভিডিয়ো রেকর্ড করতে যায় সে। সেই মতো ফোন হাতে রেললাইনে গিয়ে দাঁড়ায়। সেই সময়ই দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা মারে বিশ্বজিৎকে। ট্রেনের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওড়িশা রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘১সনাতন সত্য’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার কিশোরের পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই জন্যই বলে রিলের নেশা সর্বনাশা। বেঘোরে প্রাণ হারাতে হল বেচারাকে।’’