রাতে বাড়ির উঠোনে ঘুমোচ্ছিল পোষ্য কুকুর। প্রাচীর টপকে এসে ছোঁ মেরে তুলে নিয়ে গেল ‘মৃত্যুদূত’। পোষ্য কুকুরটির ঘাড় কামড়ে নিয়ে পালাল ভয়ঙ্কর একটি চিতাবাঘ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের মান্ড্য জেলার মালাভাল্লির মোলে দোদ্দি গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের বাইরে উঠোনে ঘুমোচ্ছে সেই বাড়ির পোষ্য কুকুর। কালো রঙের কুকুরটি একটি কাপড়ের উপর শুয়েছিল। এমন সময় নিশ্চুপে প্রাচীর টপকে বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়ে একটি হিংস্র চিতাবাঘ। ঘুমন্ত কুকুরটির পিছনে গিয়ে বসে সে। এর পর একদৃষ্টিতে তাকিয়ে থাকে শিকারের দিকে। কিছু ক্ষণ পর ধীরে ধীরে কুকুরটির দিকে এগিয়ে যায় চিতাবাঘটি। থাবা দিয়ে আলতো করে খোঁচা মারে কুকুরটিকে। কুকুরটি উঠে চিতাবাঘটিকে দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করে। কিন্তু কুকুরটিকে আর সুযোগ দেয়নি হিংস্র চিতাবাঘ। মুহূর্তের মধ্যে তার ঘাড় কামড়ে ধরে প্রাচীর টপকে পালায় সে। বিষয়টি বাড়ির প্রাঙ্গণে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আনস্ক্রিপ্টেড উইথ মহেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার পোষ্য কুকুরটির পরিণতির কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই মোলে দোদ্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বনবিভাগের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।