সম্প্রতি মুক্তি পেয়েছে নবাগত আহান পাণ্ডে এবং অনীত পড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। ইতিমধ্যেই দেশ জুড়ে সাড়া ফেলেছে সেই ছবি। সিনেমাহলে প্রেমের সেই ছবি দেখতে গিয়ে কেঁদে ভাসাচ্ছেন তরুণ সমাজের একাংশ। অনেক দর্শক আবার আজব আজব কাণ্ড ঘটিয়েছেন ছবিটি দেখতে গিয়ে। সে সব ঘটনার ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ছড়িয়েছে। তবে এর মধ্যেই নেটাগরিকদের নজর কেড়েছে একটি ঘটনা। ‘সাইয়ারা’ সিনেমা দেখার পর হলের বাইরে এক জন তরুণীকে কেন্দ্র করে মারপিটে জড়াতে দেখা গেল দুই তরুণকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রের একটি সিনেমা হলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিনেমাহল চত্বরে একে অপরকে মাটিতে ফেলে উত্তমমধ্যম দিচ্ছেন দুই তরুণ। তাঁদের ঘিরে ভিড় জমে গিয়েছে। অনেকে চেষ্টা করেও তাঁদের মারপিট থামাতে পারছেন না। উপস্থিত দর্শকের অনেকেই ঘটনাটি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুই তরুণ একই তরুণীকে ভালবাসেন। কিন্তু তরুণী কার সঙ্গে প্রেম করবেন, তা নিয়েই দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কিছু ক্ষণের মধ্যে বাগ্বিতণ্ডা পরিণত হয় মারধরে।
আরও পড়ুন:
সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘গ্বালিয়র নিউজ় লাইভ’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি পুলিশেরও নজরে এসেছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পুলিশকর্তা বলেন, ‘‘আমরা এখনও কোনও আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। তবে আমরা ভাইরাল ভিডিয়োটি পরীক্ষা করে দেখছি। দুই তরুণকে শনাক্ত করার চেষ্টা চলছে।’’