অজগর উদ্ধারের পর সাপের সঙ্গে নিজস্বী তোলার হিড়িক। কেরামতি দেখাতে গিয়ে ভয়ঙ্কর সাপের মোক্ষম কামড় খেলেন এক যুবক! যুবকের ঘাড়ের একটু নীচে কামড় বসায় অজগরটি। ভয় ধরানো সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পাহাড়ি জায়গা থেকে বিশালাকার এক অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটিকে ধরে দাঁড়িয়ে রয়েছেন জনা কয়েক তরুণ। সাপটিকে দেখতে ভিড় জমে গিয়েছে ওই এলাকায়। নিজস্বী তোলার হিড়িক পড়ে গিয়েছে। এমন সময় অজগরের সঙ্গে নিজস্বী তুলতে সাপটির একেবারে সামনে চলে যান গোলাপি টি-শার্ট পরা এক তরুণ। তখনই আক্রমণাত্মক হয়ে ওঠে সাপটি। সোজা কামড় বসায় তরুণের ঘাড়ের নীচে। ছিটকে পড়ে যান ওই তরুণ। ঘটনাস্থলে উপস্থিত বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্ট্রিট ডগস অফ বম্বে’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী মারাত্মক! তবে তরুণের উচিত শিক্ষা হয়েছে। যেমন সাপের সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপ খুব ভয়ঙ্কর প্রাণী। খুব বুঝেশুনে সাপের কাছাকাছি যাওয়া উচিত।’’