ওজন কমাতে খাচ্ছিল শুধু ফলের রস। তিন মাসের কঠোর ডায়েটের পর মৃত্যু হল ১৭ বছর বয়সি তরুণের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচেলে এলাকায়। বৃহস্পতিবার ওই তরুণের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সদস্যেরা জানিয়েছেন, ইউটিউবের একটি চ্যানেলের পরামর্শ মেনে ডায়েট করছিল তরুণ। বিগত তিন মাস ধরে শুধু ফলের রস খাচ্ছিল। কয়েক মাস ধরে অতিরিক্ত ডায়েট করার পর বৃহস্পতিবার হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সে। শ্বাসকষ্ট শুরু হয় তার। তার পরেই মৃত্যু হয় তরুণের।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত তরুণের নাম শক্তিশ্বরণ। শক্তিশ্বরণের পরিবার জানিয়েছে, বিগত তিন মাস ধরে ভাত-রুটি জাতীয় খাবার খাচ্ছিল না সে। শুধু ফলের রস খাচ্ছিল। তবে কোনও চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনে সেই ডায়েট করছিল না শক্তিশ্বরণ। ডায়েটের জন্য একটি ইউটিউব চ্যানেলের উপর ভরসা করেছিল সে। সম্প্রতি কিছু ওষুধও খাচ্ছিল। ব্যায়ামও শুরু করেছিল। তিন মাসে বেশ কিছুটা ওজনও কমে তার।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বৃহস্পতিবার শক্তিশ্বরণের বাড়িতে একটি পুজোর আয়োজন করা হয়েছিল। সেই দিন তিন মাস পর প্রথম শক্ত খাবার খেয়েছিল সে। তবে সেই খাবার খাওয়ার কিছু ক্ষণ পরেই বমি করতে শুরু করে শক্তিশ্বরণ। তীব্র অস্বস্তি অনুভব করে। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডেকে পাঠানো হয়। কিন্তু কোনও লাভ হয়নি। চিকিৎসক এসে শক্তিশ্বরণকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
চিকিৎসকেরা এখনও শক্তিশ্বরণের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি। যদিও অনুমান করা হচ্ছে, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে তার। কঠোর ডায়েটের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।