রাস্তার ধারে বসে খাবার খাচ্ছিলেন এক যুবক। এমন সময় তাঁর সামনে উপস্থিত হল একটি ক্ষুধার্ত বাঁদর। যুবকের খাবারের থালার সামনে চুপ করে বসল অনাহূত অতিথি। কিছু ক্ষণ পর সেই থালা থেকেই খাবার খেতে লাগল। যুবকও হাসিমুখে এগিয়ে দিলেন খাবার। তেমনই একটি মন ভাল করা ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি খাবার দোকানের সামনে রাখা একটি টুলে বসে খাচ্ছেন এক যুবক। খাবারের থালা সামনে রাখা। এমন সময় তাঁর সামনে উপস্থিত হয় একটি বাঁদর। চুপ করে বসে যুবকের থালাটির সামনে। বাঁদরটিকে দেখে নিজের খাবার তার দিকে এগিয়ে দেন যুবক। আগ্রহভরে খাবার তুলে নেয় বাঁদরটি। যুবক নিজেও খেতে থাকেন। এর পর দু’জনে একই থালা থেকে খাবার ভাগ করে খেতে শুরু করে। হেসে ওঠেন যুবক। ঘটনাস্থলে উপস্থিত সকলে তাদের দেখতে থাকেন অবাক দৃষ্টিতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লেফটি_টমবয়’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। যুবকের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘ঈশ্বর এই যুবকের মঙ্গল করুন। আপনি যা করেছেন তা দেখে ভাল লাগল। পৃথিবীতে আপনার মতো মানুষের সংখ্যা আরও বেশি হোক।’’