১১ বছরের ছোট হবু জামাইয়ের সঙ্গে সংসার বাঁধতে ঘর থেকে পালিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন উত্তরপ্রদেশের বধূ স্বপ্না। এ বার খুড়শ্বশুরের সঙ্গে পালিয়ে হইচই ফেললেন অন্য এক বধূ। ঘটনাচক্রে তিনিও উত্তরপ্রদেশের বাসিন্দা। ইটাওয়া জেলায় থাকতেন। মাস দেড়েক আগে খুড়শ্বশুরের সঙ্গে পালিয়ে যান। তবে তাঁর স্বামী ছেড়ে দেওয়ার পাত্র নন। স্ত্রীকে খুঁজে এনে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেশায় গাড়িচালক জিতেন্দ্র কুমার উত্তরপ্রদেশের ইটাওয়ার বাসিন্দা। গত ৩ এপ্রিল কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন, দুই কন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। এক পুত্রকে বাড়িতে রেখে গিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, তরুণী পালিয়েছেন জিতেন্দ্ররই কাকার সঙ্গে। প্রায় দেড় মাস খোঁজ না পেয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন জিতেন্দ্র। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিতেন্দ্র বলেছেন, ‘‘আমার স্ত্রী নন্দরামের সঙ্গে পালিয়ে গিয়েছেন। নন্দরাম আমার কাকা।’’ খবর পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মোবাইল ট্র্যাক করে খোঁজ চালানো হচ্ছে।
আরও পড়ুন:
সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে অনেকে যেমন মজার মন্তব্য করেছেন তেমন অনেকে আবার জিতেন্দ্রর কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন। তাঁর স্ত্রী এবং কাকার পালিয়ে যাওয়ার নিন্দা করেও সরব হয়েছেন অনেকে।