রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ম্যানহোলে নেমেছিলেন এক জার্মান যুবক। কিন্তু নীচে খোঁজ পেলেন সম্পূর্ণ অন্য এক জগতের। তবে সেই জগৎ আনন্দময় ছিল না মোটেও। বরং বলা যেতে পারে বেশ অদ্ভুত সেই জগৎ। কিন্তু কী ছিল সেই নর্দমার নীচে? ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জীবনে রোমাঞ্চ খুঁজে পেতে একটি ম্যানহোলে প্রবেশ করেছেন এক জার্মান অভিযাত্রী। কিন্তু সেখানে ঢুকে চমকে যান তিনি। নোংরা জল-কাদার বদলে একটি ভূগর্ভস্থ ভবন খুঁজে পান তিনি। ভূগর্ভস্থ সেই ভবনের মধ্যে একাধিক কামরা। কোনও কামরায় স্ট্রেচার আবার কোথাও বিছানা পাতা। দেওয়ালে ময়লার দাগ। যত্রতত্র নোংরা, পুরোনো জিনিসপত্র পড়ে রয়েছে। সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। দেখে মনে হয় যেন সেটি এককালে কোনও ভূগর্ভস্থ হাসপাতাল ছিল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
কার্স্টেন রবার্ট নামে ওই জার্মান অভিযাত্রীর দাবি, তিনি যেখানে ঢুকেছিলেন সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ভূগর্ভস্থ হাসপাতাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘দেখ মনে হচ্ছে ভূতুড়ে হাসপাতাল। সিনেমায় যেমন দেখানো হয় তেমন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অবিশ্বাস্য জায়গা। তবে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট।’’