Advertisement
E-Paper

ভুয়ো টিটিই সেজে যাত্রীদের থেকে টাকা নিচ্ছিলেন যুবক! ধরা পড়তেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১১:৫০
Video shows man caught for posing as tte and collecting money from passengers in Jhelum Express

যাত্রীদের থেকে টাকা সংগ্রহ করছেন ভুয়ো টিটিই। ছবি: এক্স থেকে নেওয়া।

যাত্রীদের বোকা বানিয়ে অর্থ উপার্জন করতে ঝিলম এক্সপ্রেসে টিটিই সেজে ঘুরছিলেন এক যুবক। টাকার বিনিময়ে ভুয়ো টিকিটও দিচ্ছিলেন আসনের জন্য অপেক্ষমান যাত্রীদের। তবে জারিজুরি বেশি ক্ষণ টিকল না। কয়েক জন যাত্রীর সন্দেহ হওয়ায় রেলকর্তাদের খবর দেন তাঁরা। এর পর আসল টিটিই এসে ওই যুবককে ধরে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের সময় প্রকাশ্যে আসে আরও চাঞ্চল্যকর সত্য। রেলকর্তারা দেখেন, ওই যুবক নিজেই বিনা টিকিটে সফর করছিলেন ঝিলম এক্সপ্রেসে। ওই যুবকের ভুয়ো টিটিই সেজে টাকা সংগ্রহের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই যুবকের নাম কমল পাণ্ডে। ঝাঁসি থেকে ঝিলম এক্সপ্রেসে চড়েছিলেন তিনি। ঝাঁসি থেকে গ্বালিয়র পর্যন্ত টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, কমল সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন। এর মধ্যেই ট্রেনে আসনের জন্য অপেক্ষমান যাত্রীদের দেখে ফন্দি আঁটেন তিনি। ভুয়ো টিটিই সেজে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা সংগ্রহ করতে শুরু করেন যাত্রীদের থেকে। আত্মবিশ্বাসের সঙ্গে অনেকের টিকিট পরীক্ষাও করেন। যাত্রীরাও নিশ্চিত আসন পাওয়ার আশায় যুবককে টাকা দেন। কিন্তু কমলকে দেখে কয়েক জন যাত্রীর সন্দেহ হওয়ায় তাঁর কাণ্ডকারখানা ক্যামেরাবন্দি করেন তাঁরা। এর পর রেলকর্তাদের খবর দেন। ট্রেনের আসল টিটিইরা এসে ধরে নিয়ে যান কমলকে। অভিযুক্তের কাছ থেকে ১,৬২০ টাকা নগদও উদ্ধার করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “যাত্রীদের কি টিকিট দেখানোর আগে টিটিই-র কাছে আইডি দেখতে চাওয়া উচিত?” অন্য এক জন লিখেছেন, ‘‘যুবককে অভিনয়ের জন্য অস্কার দেওয়া উচিত।’’

Viral Video TTE Fake Express Train
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy