বিপজ্জনক পথ, প্রতিকূল আবহাওয়া, ক্লান্তি এবং বন্যপ্রাণী— পাহাড়ে ওঠার সময় পর্বতারোহীরা প্রায়শই অসংখ্য বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হন। বাধা সত্ত্বেও তাঁরা তাঁদের লক্ষ্যে অবিচল থাকেন। ক্লান্তি অনুভব করলে তাঁবু খাটিয়ে বিশ্রাম নেন তাঁরা। সে রকমই একদল পর্বতারোহী রাতের অন্ধকারে পাহাড়ের কোলে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু সকালে তাঁবু থেকে বেরিয়ে আসতেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল তাঁদের। ভয়ে বাক্রুদ্ধ হয়ে গেলেন। কী দেখলেন তাঁরা? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তুষারাবৃত একটি পাহাড়ে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছেন একদল পর্বতারোহী। সকাল হতেই এক জন তাঁবুর দরজা খোলেন। আর তার পরেই আঁতকে ওঠেন। দেখেন, তুষাারঝড়ের কবলে পড়েছেন তাঁরা। তাঁদের দু’টি তাঁবু পতপত করে উড়ছে। প্রকৃতির অশান্ত রূপ দেখে পর্বতারোহীরা যেমন বিস্মিত হন, তেমনই ভয়ও পেয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ম্যাগডালেনা মাদেজ়’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘প্রকৃতির ভয়াল রূপ! পর্বতারোহীদের জন্য চিন্তা হচ্ছে।’’