চলন্ত ট্রেনের কামরায় বৈদ্যুতিক গোলযোগ। সারাতে এলেন দুই রেলকর্মী। আর তখনই বিপত্তি বাধল। খোলা তারে আগুন লেগে গিয়ে আগুনের ফুলকি ছিটকে পড়ল চলন্ত ট্রেনের কামরার ভিতরে। আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে সেকেন্দরাবাদ-তিরুপতি পদ্মাবতী এক্সপ্রেসে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের একটি কামরায় বৈদ্যুতিক বাতি মেরামতের জন্য দুই কর্মীকে ডাকা হয়েছে। তরুণ দুই কর্মী নিজেদের মধ্যে আলোচনা করে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই একটি মুখখোলা তারে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। এর পর এক জন ঊর্ধ্বতন রেলকর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাতিটিও ঠিক করা হয়। এক যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্য নালন্দা ইনডেক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করলেও অনেকে আবার মজার মজার মন্তব্য করেছেন। ভারতীয় রেলকে অভিজ্ঞ কর্মী নিয়োগের আহ্বানও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বড় বিপদ হয়ে যেতে পারত। ভারতীয় রেলের উচিত এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করা।’’