দাঁড়িয়ে রয়েছে কেবল একটি দেওয়াল। তার সামনে জ্বলজ্বল করছে একটি নাম, ‘শের-এ-পঞ্জাব’। মানালির সেই জনপ্রিয় রেস্তরাঁর বাকি অংশ ভেসে গিয়েছে ভারী বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া ভূমিধস এবং হড়পা বানে। হিমাচল প্রদেশে প্রকৃতির ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে অনেক বাড়ি ভেঙে গিয়েছে। ভেসে গিয়েছে একাধিক দোকানপাট এবং সড়ক। তার মধ্যেই রয়েছে মানালির ‘শের-ই-পঞ্জাব’ রেস্তরাঁ। বিতস্তা নদীর তীরে থাকা বিখ্যাত সেই রেস্তরাঁর শুধু সামনের দেওয়াল টিকে রয়েছে। বাকি ভেসে গিয়েছে জলের তোড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁর শুধু একটি দেওয়াল অক্ষত রয়েছে। সেই দেওয়ালেই ছিল রেস্তরাঁর প্রবেশপথ। হড়পা বানে ভেসে গিয়েছে বাকি অংশ। তার জায়গায় পড়ে রয়েছে ইট-পাথরের ধ্বংসস্তূপ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হড়পা বানে নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণেই কাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। রেস্তরাঁটি উত্তর ভারতের পদ পরিবেশনের জন্য পরিচিত। বলিউড তারকা এবং ক্রীড়া ব্যক্তিত্ব-সহ অনেক নামীদামি মানুষ ওই রেস্তরাঁয় খেয়েছেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। জনপ্রিয় রেস্তরাঁর করুণ পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে বিস্ময় প্রকাশও করেছেন।
উল্লেখ্য, সোমবার রাতে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় হাওয়া অফিস মঙ্গলবার কাংড়া, চাম্বা এবং লাহুল ও স্পিতি জেলার বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। উনা, হামিরপুর, বিলাসপুর, সোলান, মণ্ডী এবং কুল্লু জেলা এবং শিমলা জারি করা হয়েছে কমলা সতর্কতা। প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।