Advertisement
E-Paper

টানা ১৬ ঘণ্টা কাজ! কর্তব্যপালনের মাঝে মেট্রো লাইনে পড়েই গেলেন ‘ঘুমন্ত’ নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাগিগুড্ড মেট্রো স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে চোখ বন্ধ করে হাঁটছেন নিরাপত্তরক্ষী। ওই অবস্থাতেই প্ল্যাটফর্মের ধারে চলে যান তিনি। পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে লাইনে পড়ে গেলে ‘ঘুম’ ভাঙে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৪:১৬
Video shows Bengaluru metro station security guard falls on track after working for 16 hours, passenger saves him

ছবি: এক্স থেকে নেওয়া।

অক্লান্ত পরিশ্রম করছিলেন ১৬ ঘণ্টা ধরে। মেট্রো স্টেশনের লাইনে ‘ঘুমন্ত’ অবস্থায় পড়েই গেলেন নিরাপত্তারক্ষী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রাগিগুড্ড মেট্রো স্টেশনে। জানা গিয়েছে বেঙ্গালুরুর হলুদ লাইনের রাগিগুড্ড মেট্রো স্টেশনে এক জন নিরাপত্তারক্ষী কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনাক্রমে মেট্রোর ট্র্যাকে পড়ে গিয়ে ভয়াবহ ঘটনার মুখোমুখি হন। ৫২ বছর বয়সি ওই নিরাপত্তারক্ষী প্ল্যাটফর্মে পাহারা দিচ্ছিলেন। কিন্তু ১৬ ঘণ্টা টানা কাজ করার পরিশ্রমে হাঁটতে হাঁটতে চোখ বুজে আসা তাঁর। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধারে ছুটে যান এক যাত্রী। তুলে আনেন নিরাপত্তারক্ষীকে।

সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাগিগুড্ড মেট্রো স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে চোখ বন্ধ করে হাঁটছেন নিরাপত্তারক্ষী। ওই অবস্থাতেই প্ল্যাটফর্মের ধারে চলে যান তিনি। পা পিছলে লাইনে পড়ে গেলে ‘ঘুম’ ভাঙে তাঁর। সাহায্যের জন্য চিৎকার করেন তিনি। সেই শুনে এক যাত্রী দৌড়ে গিয়ে উদ্ধার করেন নিরাপত্তারক্ষীকে। অন্য দিকে, এক নম্বর প্ল্যাটফর্মের নিরাপত্তারক্ষী জরুরি সুইচ টিপে লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্ল্যাটফর্মের সিসি ক্যামেরায় পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, ওই ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় ছ’মিনিটের জন্য বন্ধ ছিল মেট্রো চলাচল। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদন অনুযায়ী, ওই নিরাপত্তারক্ষী ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করছিলেন। তেমন বিশ্রাম নেননি। আর সে কারণেই ঢুলে পড়েন তিনি।

পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ‘বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল)’। বিএমআরসিএল-এর এক জন কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পর পরই নিরাপত্তারক্ষীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং কেন তাঁকে এত ক্ষণ কাজ করানো হয়েছিল তা জানতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। সেই বিষয়ে স্টেশন ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

পুরো ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কার্তিক রেড্ডি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে নেটপাড়ায়। নিরাপত্তারক্ষীদের কাজের সময় কমানোর দাবি তুলেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নিরাপত্তারক্ষীদের কাজের সময় ৯ ঘণ্টা করা উচিত। তার মধ্যে এক ঘণ্টা বিরতির জন্য রাখতে হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিরাপত্তারক্ষীদের ১২ ঘণ্টা কাজ করানো অমানবিক। সরকারের উচিত কেবল সেই সব সংস্থার সঙ্গে চুক্তি করা, যারা নিরাপত্তারক্ষীদের কাজের সময় বেঁধে দেয় এবং সপ্তাহে এক দিন করে ছুটি দেয়।’’

Viral Video Bengaluru Metro Station security guard
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy