বিমান দুর্ঘটনায় বুধবার মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও চার যাত্রীর। প্রকাশ্যে এসেছে সেই দুর্ঘটনার ভিডিয়ো। সেই আবহে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিমানের দুর্ঘটনার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার আমেরিকার টেক্সাসে জরুরি অবতরণের সময় রানওয়েতে আছড়ে পড়ে নাসার ওই গবেষণা বিমান। জানা গিয়েছে, ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি নাসার একটি ডব্লিউবি-৫৭ বিমান। গবেষণার কাজে ব্যবহৃত বিমানটিকে খুব বেশি উচ্চতায় ওড়ার জন্য তৈরি করা হয়েছে। ছ’ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে উড়তে সক্ষম বিমানটি। বুধবার হিউস্টনের কাছে এলিংটন বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার না খোলায় রানওয়ের পেটের উপর পিছলে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের নীচে থেকে স্ফুলিঙ্গ ছিটকে বিমানের একাংশে আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢাকে সারা এলাকা। সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। শুরু হয় উদ্ধারকাজ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
তবে নাসা জানিয়েছে যে, ওই বিমানের দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানে থাকা সকলেই নিরাপদে অবতরণ করেছেন। মহাকাশ সংস্থা এ-ও নিশ্চিত করেছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন:
নাসার বিমান দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিএনও নিউজ়’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেক যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।