Advertisement
E-Paper

কপালে ছোট্ট টিপ, কানে দুল, শাড়ি পরা জার্মান তরুণীতে মজল নেটপাড়া! ‘ন্যাশনাল ক্রাশ’ তকমাও পেলেন বিদেশিনি

‘রাকেশ ফোটোপিডিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ছবিগুলি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিদেশিনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:০০
Picture of German Woman wears saree and done photoshoot goes viral, internet call her national crush

শাড়ি পরে জার্মান তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় ছবি তুলছিলেন এক যুবক। তবে যাঁর ছবি তুলছিলেন তাঁকে দেখতে ভিড় উপচে পড়ল সেখানে। অনেকে আবার গাড়ি থামিয়ে ছবি তোলা দেখতে এলেন। না, যুবক যাঁর ছবি তুলছিলেন তিনি কোনও তারকা নন। জার্মানির বাসিন্দা এক তরুণী। শাড়ি পরে ছবি তোলাচ্ছিলেন তিনি। আর তাঁকে দেখতেই ভিড় জমল বেঙ্গালুরুর ওই রাস্তায়। ওই তরুণীর ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সেখানেও ঝড় তুলেছে ছবি। যদিও সেই সব ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

বেঙ্গালুরুর আলোকচিত্রী রাকেশ নায়েক সিকে সাদা শাড়ি পরা ওই জার্মান তরুণীর ছবিগুলি তুলেছিলেন। সেগুলি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করেছেন রাকেশ। ছবিতে এক বিদেশিনিকে সাদা শাড়ি পরে বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়াতে দেখা গিয়েছে। তবে শাড়ির সঙ্গে বিশেষ কিছু অলঙ্কার পরেননি তিনি। শুধু ছোট কালো টিপ এবং একটি ঝোলা কানের দুল পরেছেন তিনি। মুখেও রূপটানের ছাপ নেই। আর আপাতত সেই ছবিতেই মন মজেছে নেটাগরিকদের।

‘রাকেশ ফোটোপিডিয়া’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ছবিগুলি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিদেশিনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। অনেকেই তাঁকে শাড়ি পরে ছবি তোলানোর জন্য সাধুবাদ দিয়েছেন। এমনকি, তরুণীকে নতুন ‘ন্যাশনাল ক্রাশ’ তকমাও দিয়েছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সহজাত সৌন্দর্য। সত্যিকারের সুন্দরী। শাড়ি পরে আরও ভাল লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নতুন ন্যাশনাল ক্রাশ। দেখেই মন ভরে গেল। কী সুন্দর হাসি! ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হোক তরুণীকে।’’ জার্মান ওই তরুণী এক জন বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)। সম্প্রতি ভারতসফরে এসেছিলেন তিনি। তখনই ওই ছবিগুলি তুলিয়েছেন তিনি।

German Germany Viral Post Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy