Advertisement
E-Paper

সন্তান স্নাতক হওয়ার আনন্দে পোল ড্যান্সার ডেকে উদ্‌যাপন! বাবা-মার কাণ্ডে হতবাক তরুণ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝরাস্তায় নাচ করছেন দুই পোল ড্যান্সার। পাশেই দাঁড়িয়ে এক তরুণ। তবে তরুণ নাচছেন না। হাত গুটিয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৩:২৮
Video shows parents arranges poll dancers outside school to celebrate son’s graduation in Taiwan

—প্রতীকী ছবি।

স্নাতক হয়েছে পুত্র। উদ্‌যাপন করতে স্কুলের বাইরে পোল ড্যান্সার ডাকলেন বাবা-মা। স্কুলের সামনেই তরুণকে ঘিরে নাচলেন ওই দুই নৃত্যশিল্পী। দাঁড়িয়ে গেলেন পথচারীরা। তবে বেশি ক্ষণ চলল না সেই নাচ। পুলিশের হস্তক্ষেপে নাচ বন্ধ করতে হয় পোল ড্যান্সারদের। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝরাস্তায় নাচ করছেন দুই পোল ড্যান্সার। পাশেই দাঁড়িয়ে এক তরুণ। তবে তরুণ নাচছেন না। হাত গুটিয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তবে ওই নাচ দেখতে পথচারীদের ভিড় জমে গিয়েছে রাস্তায়। অনেকে আবার হুল্লোড় করছেন। এর পর নাচতে নাচতে ওই দুই নৃত্যশিল্পী একটি জিপের মাথায় উঠে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পোল ড্যান্সারদের কারণে রাস্তায় ভিড় জমে গেলে পুলিশ এসে সেই ভিড় ছত্রভঙ্গ করে। নৃত্যশিল্পীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তরুণ যে স্কুলে পড়তেন সেই স্কুলের এক কর্তা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে জানিয়েছেন যে, তাঁরা এই ধরনের উদ্‌যাপনকে সমর্থন করেন না। তাঁর কথায়, ‘‘আমরা আমাদের শিক্ষামূলক প্রচেষ্টা জোরদার করব এবং অভিভাবকদের আরও যুক্তিসঙ্গত ভাবে সন্তানদের স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপনের পরামর্শ দেব।”

অন্য দিকে ওই তরুণ সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, তাঁর বাবা-মা ওই দু’জন পোল ড্যান্সারকে ডেকেছিলেন। বাবা-মার কাণ্ডে তিনিও বাক্‌রুদ্ধ হয়ে পড়েছিলেন বলেও তিনি জানিয়েছেন।

সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘মাস্ট শেয়ার নিউজ়’ নামের একটি বিদেশি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখার পর কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। ওই তরুণের অভিভাবকদের সমালোচনা করেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘লজ্জাজনক। ছেলের স্নাতক হওয়ার আনন্দ অন্য ভাবেও উদ্‌যাপন করা যেত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্কুলের বাইরে এই ধরনের উদ্‌যাপন! এটা হতে পারে? একদম মানতে পারছি না।’’

Viral Video Taiwan Graduation Pole Dance Pole Dancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy