মালকিনের বাড়িতে ঢুকছিল ভয়ঙ্কর ভালুক! দেখতে পেয়েই প্রাণ হাতে নিয়ে দৌড়ে এল বাড়ির পোষা সারমেয়। বিশাল ভালুককে তাড়া করে ঘরছাড়া করল ছোট্ট কুকুরটি। রক্ষা করল নিজের মালকিনকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী়, মন ভাল করা সেই ঘটনা ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভারে। ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাচের দরজা ঠেলে একটি ঘরের ভিতরে ঢুকছে বিশালাকার ভালুক। খাবারের সন্ধানে বাড়ির ভিতর এ দিক-ও দিক ঘুরছে সে। তবে বাড়িতে অনাহূত অতিথি প্রবেশের কথা টের পায় বাড়ির পোষ্য পমেরানিয়ান। ভালুককে দেখে দৌড়ে আসে সে। তবে ছোট্ট ওই কুকুরটিকে তীব্র গতিতে তেড়ে আসতে দেখে ভয় পেয়ে যায় ভালুকটি। পড়িমড়ি করে পালানোর চেষ্টা করে সে। এক দৌড়ে ওই বাড়ির প্রাঙ্গণ ছেড়ে পালিয়ে যায়। তবে ছোট কুকুরটি তাতেও ছাড়ার পাত্র নয়। ভালুকটি পালিয়ে যাওয়ার পরেও চিৎকার করতে থাকে সে। এর পর বীরদর্পে ফিরে বাড়িতে ফিরে আসে। অন্য দিকে, ওই পমেরানিয়ানের সাহস দেখে অভিভূত হয়ে যান তার মালকিন তরুণী। পোষ্যকে কোলে নিয়ে আদর করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেক্সটা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার পোষ্য পমেরানিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ রকম পোষ্য থাকলে কারও কোনও চিন্তা থাকবে না। খুবই সাহসী।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সাবাশ! আমি কুকুরটির সাহস দেখে অভিভূত। একেবারে ধানীলঙ্কা।’’