Advertisement
E-Paper

স্কুটি নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ল গাছের ডাল! ১২ টুকরো মাথার খুলি, মৃত্যু পাঁচ দিন পর, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই যুবকের নাম অক্ষয়। বেঙ্গালুরুর একটি সংস্থার মানব সম্পদ কর্মী হিসাবে কাজ করতেন তিনি। গত ১৫ জুন মাংসের দোকান থেকে স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৭:৫৮
Video shows tree branch fall on biker’s head in Bengaluru, skull break into 12 pieces

ছবি: ইনস্টাগ্রাম।

রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ২৯ বছর বয়সি যুবক। তবে মাথায় হেলমেট ছিল না। হঠাৎই একটি বিশাল গাছের শুকনো ডাল ভেঙে পড়ল তাঁর মাথার উপর। ফেটে ১২ টুকরো হয়ে গেলে যুবকের মাথার খুলি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বনশঙ্করী এলাকায়। মর্মান্তিক সেই ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই যুবকের নাম অক্ষয়। বেঙ্গালুরুর একটি সংস্থার মানব সম্পদ কর্মী হিসাবে কাজ করতেন তিনি। গত ১৫ জুন মাংসের দোকান থেকে স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। শ্রীনিবাসনগরে তাঁর বাড়ির কাছে গলিতে ঢোকার সময় রাস্তার ধারে থাকা একটি গাছের ডাল তাঁর মাথায় পড়ে যায়। অক্ষয়ের মাথায় হেলমেট না থাকায় গুরুতর চোট পান তিনি। স্কুটি নিয়ে ছিটকে পড়েন রাস্তার ধারে। সেই ভিডিয়োই প্রকাশ্য এসেছে। জানা গিয়েছে, মাথায় গাছের ডাল ভেঙে পড়ার পর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় অক্ষয়কে। পরীক্ষা করে দেখা যায়, গাছের ডালের আঘাতে তাঁর খুলি ১২ টুকরো হয়ে গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

দুঃখজনক সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য হেলমেট পরতে হয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বেঘোরে প্রাণ হারাতে হল বেচারাকে। হেলমেট পরে থাকলে মাথাটা রক্ষা পেত।’’

Viral Video bike accident Bengaluru Instagram Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy