শরীরে কামড় বসিয়েছে বিষাক্ত গোখরো। বধূকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে চলল কুসংস্কারাচ্ছন্ন রীতিনীতি! ছোবল বসানো সাপকে দিয়েই বধূর শরীর থেকে বিষ চুষিয়ে নেওয়ার চেষ্টা করলেন ওঝা। তাতে সায় দিল বধূর পরিবারও। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার কথা প্রকাশ্য এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারীতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সীতামারীর এক বধূকে ছোবল মারে একটি বিষাক্ত গোখরো। কিন্তু পরিবারের সদস্যেরা তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরিবর্তে ওঝা ডেকে আনেন। কামড় বসানো সাপটিকেও ধরে রাখা হয়। জানা গিয়েছে, সেই ওঝা এবং কয়েক জন গ্রামবাসী বধূকে মেঝেয় শুইয়ে কুসংস্কারমূলক রীতি পালন করেন। সাপটিকে দিয়ে বধূর শরীর থেকে বিষ চুষিয়ে নেওয়ার চেষ্টা করেন! দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন পরিবারের সদস্যেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও ওই বধূ বর্তমানে কেমন আছেন, তা জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শৈলেন্দ্র শুক্ল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওই ওঝা এবং পরিবারের সদস্যদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত। প্রাণ নিয়ে খেলার অধিকার কারও নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হে ঈশ্বর! এখনও অনেক মানুষ অশিক্ষা এবং কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে দেখে অবাক লাগে।’’
আরও পড়ুন:
-
একই শৌচালয় থেকে বেরিয়ে এলেন তরুণ-তরুণী! ‘চলন্ত ট্রেনে ওয়োর মজা’, ভাইরাল ভিডিয়ো দেখে বলল নেটপাড়া
-
জন্মদাগ দেখে সন্দেহ মহিলার, পুত্রের সঙ্গে যাঁর বিয়ে হচ্ছে তিনি যে হারিয়ে যাওয়া কন্যা! তবু বিয়ে হয়েই গেল ‘ভাই-বোনের’
-
স্বামী কর্মসূত্রে বাইরে, ‘একাকিত্ব’ দূর করতে একসঙ্গে দুই ছাত্রের সঙ্গে সঙ্গম শিক্ষিকার, বসে দেখল তৃতীয় জন