সংসার খরচ দিতে অস্বীকার করেছিলেন স্বামী। রেগে গিয়ে তাঁর গাড়ি ভেঙে ফেললেন স্ত্রী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নাজিবাবাদ থানার অন্তর্গত বিজনৌরে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। পুলিশও প্রতিক্রিয়া জানিয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত দম্পতির মধ্যে বিবাদকে কেন্দ্র করে। জানা গিয়েছে, বিজনৌরের ধর্মেন্দ্র নামে যুবক তাঁর দ্বিতীয় স্ত্রী হিমানীকে সংসার খরচ দিতে অস্বীকার করেন। জানান, গাড়ি সারানোর জন্য তাঁর টাকার দরকার। তাই সংসার খরচ দিতে পারবেন না। এই নিয়ে দু’জনের ব্যাপক বাগ্বিতণ্ডা হয়। এর পর গাড়ি সারানোর জন্য একটি গ্যারেজে চলে যান ধর্মেন্দ্র। তাঁর পিছু পিছু হিমানীও সেখানে গিয়ে উপস্থিত হন একটি হাতুড়ি নিয়ে। এর পর সেই হাতুড়ি নিয়ে তিনি গাড়ির সব কাচ ভেঙে দেন বলে অভিযোগ। বার বার গাড়িতে হাতুড়ির আঘাত করতে থাকেন। তাঁকে দেখে গ্যারেজের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। রাস্তায় ভিড় জড়ো হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিজনৌর এক্সপ্রেস’ নামে একটি স্থানীয় সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি নজরে এসেছে পুলিশেরও। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই এক্স হ্যান্ডলে বিবৃতি জারি করা হয় পুলিশের তরফে। একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।