Advertisement
০৩ অক্টোবর ২০২৩
Viral Videos

হাঁসফাঁস গরমে স্বস্তি পেতে অটোয় বসেছে কুলার! পঞ্জাবে দৌড়চ্ছে ‘ছোটখাটো বিএমডব্লিউ’!

পঞ্জাবের রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে কুলার-সহ এই অটোটি। সম্প্রতি সমাজমাধ্যমে যার ভিডিয়ো দেখে আপ্লুত অসংখ্য জন।

Image of Autorickshaw with cooler

অটোর পিছনে লাগানো হয়েছে কুলার। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
চণ্ডীগড় শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৮:৪৬
Share: Save:

সবুজ-কালো অটোরিকশার পিছন জুড়ে রয়েছে আস্ত একটি কুলার। হাঁসফাঁস করা গরমে কুলারের ঠান্ডা হাওয়ায় যাত্রীরা তো বটেই, স্বস্তি পাচ্ছেন চালকও। পঞ্জাবের রাস্তায় দৌড়ে বেড়াচ্ছে কুলার-সহ এই অটোটি। সম্প্রতি সমাজমাধ্যমে যার ভিডিয়ো দেখে আপ্লুত অসংখ্য জন।

কুলার-সহ অটোর ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ২২ মে ভিডিয়োটি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন কবীর সেঠিয়া নামে সমাজমাধ্যম ব্যবহারকারী। তার পর থেকেই ভিডিয়োটি শোরগোল ফেলেছে। ইতিমধ্যেই সেটি মনে ধরেছে ৩ লক্ষ ৬ হাজারের বেশি জনের।

অটোর নম্বর দেখে বেশ বোঝা যাচ্ছে যে সেটি পঞ্জাবের রাস্তায় ঘুরে বেড়ায়। কুলার-সহ ওই অটোটি দেখে নানা মন্তব্য করেছেন রসিকজনেরা। একে বিলাসবহুল গাড়ির সঙ্গে তুলনা করেছেন অনেকে। তেমনই এক জনের মতে, ‘‘এটি অটো নয়, যেন ছোটখাটো বিএমডব্লিউ!’’ অন্য আর এক জনের আবার আক্ষেপ যায় না। তিনি লিখেছেন, ‘‘আমি ভুল অটোয় পয়সা খরচ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE