গাছের ডালে বসে রয়েছে শিকার। তা দেখে তরতরিয়ে গাছের উপর চড়ে বসল চিতাবাঘ। কিন্তু বাঁদরকে কোনও ভাবেই নাগালের মধ্যে পাচ্ছে না চিতাবাঘ। গাছের এক উঁচু ডাল থেকে অন্য উঁচু ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সে। তার পিছনে লাফিয়ে যাচ্ছে চিতাবাঘটিও। কিন্তু বাঁদরামির সঙ্গে পেরে ওঠা কার সাধ্য! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘লনডোলজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জঙ্গলের মাঝে গাছের এক উঁচু ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াচ্ছে একটি বাঁদর। তার পিছনে ধাওয়া করছে একটি চিতাবাঘ। সেই বাঁদরটিকে শিকার করবে চিতাবাঘটি। কিন্তু কোনও ভাবেই বাঁদরটিকে নাগালের মধ্যে পাচ্ছে না সে। বাঁদরের পিছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছে চিতাবাঘটি। শেষমেশ ক্লান্ত হয়ে গাছের ডালের উপরেই বসে পড়ল শিকারি।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির নিয়ম দেখে মাঝে মাঝে সত্যিই অবাক লাগে। এমন মুহূর্তের সাক্ষী থাকতে পারলে স্মৃতির খাতায় লিখে রাখতাম।’’