Advertisement
E-Paper

ভারতীয় যুবকের সঙ্গে প্রেম, জানান বাবা-মাকে, তার পরেই প্রকাশ্যে প্রেমিকের ভয়ঙ্কর সত্য! বাজ পড়ল বিদেশি তরুণীর মাথায়

তরুণী জানিয়েছেন, তিনি বাড়িতে প্রেমিকের কথা জানিয়ে দিয়েছিলেন। এর পরেই তাঁর বাবা-মা খোঁজখবর নেওয়া শুরু করেন। এর পরেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সেই সত্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ০৭:৫১
Woman from Philippines shared how he finds out about truth about boyfriend

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কোনও সম্পর্কের শেষ কখনওই সহজ হয় না। কিন্তু যদি কখনও জানতে পারেন যে, যাঁর সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি বিবাহিত এবং সে কথা আপনার কাছে বেমালুম চেপে গিয়েছেন, তা হলে? তেমনই এক অভিজ্ঞতার কথা সম্প্রতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ফিলিপিন্সের এক তরুণী। জানিয়েছেন, তাঁর ভারতীয় প্রেমিক বিবাহিত এবং সে কথা এত দিন তিনি ঘুণাক্ষরেও টের পাননি। তবে সে কথা জানার পর মন ভেঙে গিয়েছে তাঁর।

সমাজমাধ্যম রেডিটে মেডিক্যাল পড়ুয়া ওই তরুণী জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারিতে এক ভারতীয় যুবকের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। জুন মাসে সম্পর্ক শুরু হয় তাঁদের। দু’বছর পর বিয়ের কথাও ছিল। কিন্তু তার আগেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সত্য। রেডিটে পোস্ট করে তরুণী লিখেছেন, ‘‘আমরা জানুয়ারিতে কথা বলতে শুরু করি। ফেব্রুয়ারির দিকে পরস্পরের প্রতি অনুভূতি প্রকাশ করি। জুনে দেখা হওয়ার পর সম্পর্কে জড়িয়ে পড়ি আমরা। জুন মাসে আমরা এক সপ্তাহের জন্য ছুটি কাটাতে বাইরেও গিয়েছিলাম। ঠিক করি, আমার মেডিক্যালের পড়াশোনা শেষ হলেই বিয়ে করব।’’

তরুণী জানিয়েছেন, তিনি বাড়িতে প্রেমিকের কথা জানিয়ে দিয়েছিলেন। এর পরেই তাঁর বাবা-মা খোঁজখবর নেওয়া শুরু করেন। এর পরেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সেই সত্য। তরুণীর বাবা-মা জানতে পারেন যে, মেয়ের প্রেমিক ২০২১ সাল থেকে বিবাহিত। অন্যত্র সংসার রয়েছে তাঁর। সে কথা কন্যাকে জানাতেই মাথায় বাজ ভেঙে পড়ে তাঁর। তবে সঙ্গে সঙ্গেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেননি তিনি। নিজে তদন্ত শুরু করেন তরুণী। জানতে পারেন, তাঁর বাবা-মা ঠিক খবরই দিয়েছিলেন।

তরুণী জানিয়েছেন, এর পরেই প্রেমিককে চেপে ধরেন তিনি। সত্যি জানতে চান। কিন্তু তাঁর প্রেমিক ক্রমাগত মিথ্যা বলতে থাকেন। অতঃপর সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তিনি। সে কথাই সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন তরুণী। পাশাপাশি নেটাগরিকদের কাছে পরামর্শ চেয়েছেন, পুরো বিষয়টি প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে জানানো তাঁর উচিত কি না।

তরুণীর সেই পোস্ট সমাজমাধ্যমে হইচই ফেলেছে। নেটাগরিকদের অনেকেরই পরামর্শ, তরুণীর উচিত প্রাক্তন প্রেমিকার স্ত্রীকে জানানো। এক নেটাগরিকের কথায়, ‘‘উনি যেমন আপনাকে ঠকিয়েছেন, তেমনই নিজের স্ত্রীকেও ঠকিয়েছেন। দু’জনেই ভুক্তভোগী।’’

Bizarre Relationship Bizarre Incident Bizarre News Philippines Love Relationship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy