Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Viral Video

গায়ে জল ফেলায় রেগে লাল কচ্ছপ! আচমকা তেড়ে গেল মহিলার দিকে, তার পর?

তৃষ্ণার্ত কচ্ছপকে দেখে জল খাওয়ানোর ইচ্ছা হয়েছিল এক মহিলার। সেই মতো নিজের বোতল থেকে কচ্ছপকে ভালবেসে জল খাওয়াচ্ছিলেন তিনি।

photo of turtle

মহিলার দিকে আচমকাই তেড়ে গেল কচ্ছপ। ছবি টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৬:০৩
Share: Save:

উফ, কী গরম! রোদের তাপে যেন তার গলা শুকিয়ে গিয়েছিল। গলা ভেজাতে তাই একটু জলের প্রয়োজন ছিল তার। সেই মতো জলও পেয়েছিল। তবুও বেজায় চটল একটি কচ্ছপ।

তৃষ্ণার্ত কচ্ছপকে দেখে জল খাওয়ানোর ইচ্ছা হয়েছিল এক মহিলার। সেই মতো নিজের বোতল থেকে কচ্ছপকে ভালবেসে জল খাওয়াচ্ছিলেন তিনি। জল দেখে মুখ এগিয়ে দিয়েছিল কচ্ছপও। দিব্যি জল খাচ্ছিল সে। কিন্তু তার পরই যত কাণ্ড ঘটল।

জল খাওয়ানোর পাশাপাশি কচ্ছপের মুখ এবং শরীরেও জল ঢালছিলেন মহিলা। ওই মহিলা হয়তো ভেবেছিলেন রোদে তেতেপুড়ে গিয়েছে কচ্ছপ। তাই তাকে জল খাওয়ানোর পাশাপাশি কচ্ছপের শরীরেও জল ঢালছিলেন তিনি। আর যা মোটেই ভাল ভাবে নেয়নি কচ্ছপটি।

গায়ে জল পড়ায় আচমকাই রেগে গেল কচ্ছপটি। হঠাৎই মুখ বাড়িয়ে মহিলার দিয়ে আঘাত হানার চেষ্টা করল সে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই মহিলা। এই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

অন্য বিষয়গুলি:

Viral Video Turtle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE