Advertisement
২৫ এপ্রিল ২০২৪
date

2023 Wedding Dates: আগামী বছর বিয়ের পরিকল্পনা শুরু করবেন? জেনে নিন ২০২৩ সালের শুভ দিন কোনগুলি

পাকা দেখা শেষ। বিয়ের পরিকল্পনা শুরু করবেন পরের বছর? ২০২৩ সালের কোন দিনগুলি বিয়ের জন্য শুভ জানতে হবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১৫:৪৫
Share: Save:

ছোট করে অনুষ্ঠান করুন বা ভিক্যাটের মতো ডেস্টিনেশন ওয়েডিং— বিয়ের মানেই বিস্তর পরিকল্পনা। তাই একটু সময় নিয়ে সেই পরিকল্পনা শুরু করতে হয়। সাধারণত হাতে এক বছর সময় রাখেন সকলে। বিয়েবাড়ি ভাড়ি, রূপটান শিল্পীর ফাঁকা দিন পাওয়া, কেটারিং বুক করা, সব কাজই এখন বছর খানেক আগে থেকে শুরু হয়। তাই সামনে বছর যদি ২০২৩ সালে বিয়ে করার পরিকল্পনা শুরু করেন, তা হলে প্রথমেই জানতে হবে, শুভ দিন কোনগুলি। সেই অনুযায়ী এগতে হবে বাকি পরিকল্পনা। তাই আপনার কাজ খানিক সহজ করতে সব শুভ দিনের তালিকা রইল।

বছরের শুরু এবং শীতকাল, বিয়ের জন্য উপযুক্ত মাস, দেখে নিন উপযুক্ত তারিখ গুলি।
জানুয়ারি
১। ১৫ই জানুয়ারি, ২০২৩ (রবিবার)
২। ১৮ই জানুয়ারি, ২০২৩ (বুধবার)
৩। ২০ জানুয়ারি, ২০২৩ (শুক্রবার)
৪। ২৫ জানুয়ারি, ২০২৩ ( বুধবার)
৭। ২৬ জানুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার)
৮। ২৭ জানুয়ারি,২০২৩ (শুক্রবার)
৯। ৩০ জানুয়ারি, ২০২৩ (সোমবার)

ফেব্রুয়ারি
ভ্যালেনটাইন’স ডে পুরো ফেব্রুয়ারি মাসটিকে করে তোলে আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ। সেই ভালোবাসায় পূর্ণতা দেওয়ার তারিখও এই মাসে রয়েছে অনেকগুলিই
১। ৬ই ফেব্রুয়ারি ২০২৩ ( সোমবার)
২। ৭ই ফেব্রুয়ারি ২০২৩ ( মঙ্গলবার)
৩। ৯ই ফেব্রুয়ারি ২০২৩ (বৃহস্পতিবার)
৪। ১০ই ফেব্রুয়ারি ২০২৩ ( শুক্রবার)
৫। ১২ই ফেব্রুয়ারি ২০২৩ ( রবিবার)
৬। ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ ( সোমবার)
৭। ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ ( মঙ্গলবার)
৮। ১৬ ই ফেব্রুয়ারি ২০২৩ ( বৃহস্পতিবার)
৯। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ( শনিবার, শিবরাত্রি)
১০। ২২ ফেব্রুয়ারি ২০২৩ ( বুধবার)
১১। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ( বৃহস্পতিবার)
১২।২৭ফেব্রুয়ারি ২০২৩ ( সোমবার)
১৩। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ( মঙ্গলবার)

মার্চ
মার্চে অনেক সময়ই গরম পড়ে যায়। তাই অনেকে এই মাসটি এড়িয়ে যান। কিন্তু যাঁদের অন্য সময়ে অসুবিধা থাকে, তাঁদের জন্য এ মাসে বেশ কিছু দিন রয়েছে।
১। ৬ই মার্চ ২০২৩, (সোমবার)
২। ৮ই মার্চ ২০২৩,(বুধবার)
৩। ৯ই মার্চ ২০২৩,(বৃহস্পতিবার)
৪। ১১ই মার্চ ২০২৩( শনিবার)
৫। ১৩ই মার্চ ২০২৩ (সোমবার)

এপ্রিল
বেশ কিছু বিবাহের তারিখ রয়েছে এই মাসে।
১। ১৫ই এপ্রিল ২০২৩ (শনিবার, পয়লা বৈশাখ)
২। ২২শে এপ্রিল ২০২৩ (শনিবার, পৃথিবী দিবস)

সামনে বছর যদি বিয়ে করার পরিকল্পনা করেন, তা হলে প্রথমেই জানতে হবে, শুভ দিন কোনগুলি।

সামনে বছর যদি বিয়ে করার পরিকল্পনা করেন, তা হলে প্রথমেই জানতে হবে, শুভ দিন কোনগুলি।

মে
এ মাসে বিবাহের তারিখ প্রচুর, সুতরাং আপনার বিশেষ দিনটির জন্য এই মাসটি উল্লেখযোগ্য।
১। ৩রা মে ২০২৩ (বুধবার)
২। ৬ই মে ২০২৩ (শনিবার)
৩। ৮ই মে ২০২৩ (সোমবার)
৪। ৯ই মে ২০২৩ (মঙ্গলবার)
৫।১০ই মে ২০২৩ (বুধবার)
৬। ১১ই মে ২০২৩ (বৃহস্পতিবার)
৭। ১৫ই মে ২০২৩(সোমবার)
৮। ১৬ই মে ২০২৩ (মঙ্গলবার)
৯। ২০ই মে ২০২৩ (শনিবার)
১০।২১শে মে ২০২৩ (রবিবার)
১১। ২২ শে মে ২০২৩ (সোমবার)
১২। ২৯মে ২০২৩ (সোমবার)
১৩। ৩০ মে ২০২৩(মঙ্গলবার)
জুন
মে মাসের অসংখ্য তারিখ অনুসরণ করে জুন মাসেও বেশ কয়েকটি শুভ দিন দেখা যায়।
১। ১লা জুন ২০২৩ (বৃহস্পতিবার)
২। ৩রা জুন ২০২৩ (শনিবার)
৩। ৫ই জুন ২০২৩ (সোমবার)
৪। ৬ই জুন ২০২৩ (মঙ্গলবার)
৫। ৭ই জুন ২০২৩ (বুধবার)
৬। ১১ই জুন ২০২৩ (রবিবার)
৭। ১২ই জুন ২০২৩ (সোমবার)
৮।২১শে জুন ২০২৩ (বুধবার)
৯।২৩শে জুন ২০২৩ (শুক্রবার)
১০।২৬শে জুন ২০২৩ (সোমবার)

জুলাই
বর্ষায় বিবাহের জন্য যাঁরা উৎসুক তাঁদের জন্য রয়েছে এই একটিই তারিখ।
১। ৭ই জুলাই (শুক্রবার)

আগস্ট
আগস্ট মাসে বিবাহের জন্য হাতে গোনা কিছু তারিখ পাওয়া যাবে।
১। ৬ই আগস্ট ২০২৩ (রবিবার, বন্ধুত্ব দিবস)
২। ১৩ই আগস্ট ২০২৩ (রবিবার, স্বাধীনতা সপ্তাহান্ত)
৩। ১৪ই আগস্ট ২০২৩, (সোমবার)
৪। ১৫ই আগস্ট ২০২৩, (মঙ্গলবার, স্বাধীনতা দিবস)

সেপ্টেম্বর
এই মাসে শুভ মুহূর্তে বিশেষ না থাকায়, অনুষ্ঠানের জায়গা পেতে তেমন অসুবিধা হওয়ার কথা নয়।
১। ১৮ই সেপ্টেম্বর ২০২৩ (সোমবার)
২। ১৯শে সেপ্টেম্বর ২০২৩, (মঙ্গলবার, গণেশ চতুর্থী)

অক্টোবর
এমনিতেই পুজোর মাস। তবুও এই সময়ে যে ক’টি তারিখ পাওয়া গিয়েছে।
১। ১৭ই অক্টোবর ২০২৩ (মঙ্গলবার)
২। ২১শে অক্টোবর ২০২৩ (শনিবার, সপ্তমী)
৩। ২২শে অক্টোবর ২০২৩ (রবিবার, মহাঅষ্টমী)
৪। ২৩শে অক্টোবর ২০২৩ (সোমবার, নবমী)
৫। ২৪শে অক্টোবর, ২০২৩ (মঙ্গলবার, দশমী)

নভেম্বর
নভেম্বর মাস ভারতে বিবাহের জন্য অত্যন্ত উপযুক্ত ও নান্দনিক। আবহাওয়ার পাশাপাশি প্রচুর শুভ তারিখও রয়েছে।
১। ১১ই নভেম্বর ২০২৩ (শনিবার)
২। ১২ই নভেম্বর ২০২৩ (রবিবার,দীপাবলি)
৩। ১৩ই নভেম্বর ২০২৩ (সোমবার )
৪। ১৪ই নভেম্বর ২০২৩ (মঙ্গলবার)
৫। ১৫ই নভেম্বর ২০২৩ (বুধবার)
৬। ২৩শে নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার)
৭। ২৭শে নভেম্বর ২০২৩ (সোমবার)
৮। ২৮শে নভেম্বর ২০২৩ (মঙ্গলবার)
৯। ২৯শে নভেম্বর ২০২৩ (বুধবার)
ডিসেম্বর ২০২৩
বছরের শেষ সময়, শীতকাল এবং শুভ তারিখ, সবই রয়েছে এই মাসে। দেখে নেওয়া যাক তারিখগুলি।
১। ৬ই ডিসেম্বর ২০২৩ (বুধবার)
২। ৭ই ডিসেম্বর ২০২৩ (বৃহস্পতিবার)
৩। ৯ই ডিসেম্বর ২০২৩ (শনিবার)
৪। ১৫ই ডিসেম্বর ২০২৩ (শুক্রবার)
৫। ২৫শে ডিসেম্বর ২০২৩ (সোমবার, বড়দিন)
৬। ৩১শে ডিসেম্বর, ২০২৩ (রবিবার)
তা হলে আর দেরি কেন? এখনই বেছে ফেলুন ২০২৩ সালের পছন্দসই তারিখ এবং সেই মতো পরিকল্পনা করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

date Weddings Preparation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE